Ajker Patrika

শিমুর স্বামী নোবেল ও তাঁর বন্ধু ফরহাদ ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিমুর স্বামী নোবেল ও তাঁর বন্ধু ফরহাদ ৩ দিনের রিমান্ডে

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলার আসামি তাঁর স্বামী শাখাওয়াত আলী নোবেল ও নোবেলের বন্ধু আব্দুল্লাহ ফরহাদকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম এই রিমান্ড মঞ্জুর করেন। 

মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ নোবেল ও ফরহাদকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই চুন্নু মিয়া তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। দুই আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁদেরকে মামলার ঘটনা, শিমুকে হত্যার মূল কারণ, কীভাবে, কোথায় হত্যা করা হয়েছে এবং হত্যার পর লাশ গায়েব করার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এ ছাড়া এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত কি-না, তাও খুঁজে বের করার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন। 

গতকাল সোমবার সকাল ১০টায় কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে শিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। ওই দিন রাতেই শিমুর স্বামী নোবেল ও তাঁর বন্ধু ফরহাদকে কলাবাগান থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে আজ মঙ্গলবার কেরানীগঞ্জ থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। 

এ বিষয়ে মঙ্গলবার বিকেলে ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন সরদার সংবাদ সম্মেলনে জানান, শিমুর স্বামী নোবেল পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে শিমুকে হত্যা করেছেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত