Ajker Patrika

ঢাকা-আরিচা মহাসড়কে বিভাজকের ওপর মোটরসাইকেল, নিহত ২

সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কে বিভাজকের ওপর মোটরসাইকেল, নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনের ইউ টার্নে এই দুর্ঘটনা ঘটে।

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর মোটরসাইকেল উঠে গেলে সেখান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই দুই আরোহী। পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। আজ সোমবার দুপুরে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

নিহত দুজন হলেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইসানা গ্রামের শহীদুল শাহর ছেলে সৈয়দ এনামুল শাহ (৩৬)। তিনি আশুলিয়ার ডেন্ডাবর পল্লিবিদ্যুৎ এলাকায় পরিবারসহ ভাড়া থেকে ব্যবসা করতেন। নিহত আরেকজন আল মামুন (২৬) বরিশালের হিজলা থানার নিজাম উদ্দিনের ছেলে। আশুলিয়ার জিরানী এলাকায় বসবাস করে একটি আসবাবপত্রের দোকানে চাকরি করতেন তিনি।

পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর মোটরসাইকেল উঠে পড়লে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তাঁরা। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা শুরু করার আগেই মারা যান তাঁরা।

নিহত এনামুল শাহর ছোট ভাই এমদাদুল শাহ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জেনেছি, মোটরসাইকেল আইল্যান্ডের ওপর উঠে গেলে সেখানে দুর্ঘটনায় আমার ভাই মারা গিয়েছেন। টাঙ্গাইলেই আমাদের গ্রামের বাড়িতে তাঁর লাশ দাফন করার প্রক্রিয়া চলছে। ভাইয়ের সঙ্গে মামুন নামে একজন ছিলেন। তিনি ভাইয়ের বন্ধু।’

নিহত আল মামুনের মামা জহিরুল বলেন, ‘আমরা পরে শুনেছি। রাতে আশুলিয়া পল্লিবিদ্যুৎ থেকে সাভারে যাওয়ার পথে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মামুন ও তার বন্ধু এনামুল গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল নিয়ে গেলে মামুনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আর এনামুলকে সেখানে থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকালে এনামুলও মারা যায়।’

এ বিষয়ে জানতে চাইলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, জাহাঙ্গীরনগরের প্রান্তিক গেটের সামনের ইউ টার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত