জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে জাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গড়িমসির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। এতে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন।
মানববন্ধনে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট এই প্রশাসন ধারণ করে না। যার স্পষ্ট উদাহরণ দেখেছি, জুলাইয়ে হামলাকারী দুই শিক্ষার্থীকে জেলে বসে, হাসপাতালে বসে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে। ২৩৩ দিন পার হয়ে যাওয়ার পরও ১৫ জুলাইয়ে আমাদের ভাইবোনদের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছিল, তার বিচার হচ্ছে না। শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় তড়িঘড়ি করে এক দিনের মধ্যে মামলা করতে পারলেও জুলাইয়ে হামলাকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা করতে পারেনি। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারেনি।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে আয়ান বলেন, ‘আমরা আর এই মানববন্ধন ও বিক্ষোভ করতে চাই না। অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত প্রতিবেদন পেশ করে সে অনুযায়ী যারা দোষী, তাদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে মামলা করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আমরা বিকল্প প্রশাসনের চিন্তা করব, যারা শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে।’
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর যে প্রশাসন দায়িত্ব নিয়েছিল, তাদের প্রথম কাজ ছিল জুলাই আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের যেসব সন্ত্রাসী হামলা করেছিল, তাদের বিচার নিশ্চিত করা। কিন্তু দুঃখজনক বিষয়, যে প্রশাসন শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছে, তারা জুলাই স্পিরিট ধারণ করে না। আমরা যখন থেকে প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়ে আসছি, তখন থেকে তারা তদন্ত কমিটি করে বিচারের নামে গড়িমসি করছে। তারা বারবার তদন্ত প্রতিবেদনের সময় পিছিয়ে গড়িমসি করে হামলাকারীদের বাঁচানোর চেষ্টা করছে। সাত মাস পার হয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। অতি দ্রুত যদি তাদের বিচারের মুখোমুখি না করা হয়, তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।’
উজ্জ্বল আরও বলেন, ‘শামীম মোল্লার মতো সন্ত্রাসী মব জাস্টিসে নিহত হওয়ার পর যে বিপ্লবীরা সম্মুখসারিতে যুদ্ধ করে এই গণ-অভ্যুত্থানকে সফল করেছে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে মামলা করেছে। কিন্তু জুলাই হামলাকারীদের বিরুদ্ধে তারা এখনো কোনো ব্যবস্থা নিতে পারেনি। ছাত্রলীগের হামলাকারীরা এখন জেলে বসে, হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খতিয়ে দেখতে হবে, এখানে কোনো শিক্ষকের দায় আছে কি না। যদি কোনো শিক্ষকের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন সিন্ডিকেটে পেশ করা হবে। সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত হবে পরবর্তী পদক্ষেপের বিষয়ে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে জাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গড়িমসির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। এতে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন।
মানববন্ধনে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট এই প্রশাসন ধারণ করে না। যার স্পষ্ট উদাহরণ দেখেছি, জুলাইয়ে হামলাকারী দুই শিক্ষার্থীকে জেলে বসে, হাসপাতালে বসে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে। ২৩৩ দিন পার হয়ে যাওয়ার পরও ১৫ জুলাইয়ে আমাদের ভাইবোনদের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছিল, তার বিচার হচ্ছে না। শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় তড়িঘড়ি করে এক দিনের মধ্যে মামলা করতে পারলেও জুলাইয়ে হামলাকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা করতে পারেনি। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারেনি।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে আয়ান বলেন, ‘আমরা আর এই মানববন্ধন ও বিক্ষোভ করতে চাই না। অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত প্রতিবেদন পেশ করে সে অনুযায়ী যারা দোষী, তাদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে মামলা করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আমরা বিকল্প প্রশাসনের চিন্তা করব, যারা শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে।’
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর যে প্রশাসন দায়িত্ব নিয়েছিল, তাদের প্রথম কাজ ছিল জুলাই আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের যেসব সন্ত্রাসী হামলা করেছিল, তাদের বিচার নিশ্চিত করা। কিন্তু দুঃখজনক বিষয়, যে প্রশাসন শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছে, তারা জুলাই স্পিরিট ধারণ করে না। আমরা যখন থেকে প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়ে আসছি, তখন থেকে তারা তদন্ত কমিটি করে বিচারের নামে গড়িমসি করছে। তারা বারবার তদন্ত প্রতিবেদনের সময় পিছিয়ে গড়িমসি করে হামলাকারীদের বাঁচানোর চেষ্টা করছে। সাত মাস পার হয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। অতি দ্রুত যদি তাদের বিচারের মুখোমুখি না করা হয়, তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।’
উজ্জ্বল আরও বলেন, ‘শামীম মোল্লার মতো সন্ত্রাসী মব জাস্টিসে নিহত হওয়ার পর যে বিপ্লবীরা সম্মুখসারিতে যুদ্ধ করে এই গণ-অভ্যুত্থানকে সফল করেছে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে মামলা করেছে। কিন্তু জুলাই হামলাকারীদের বিরুদ্ধে তারা এখনো কোনো ব্যবস্থা নিতে পারেনি। ছাত্রলীগের হামলাকারীরা এখন জেলে বসে, হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খতিয়ে দেখতে হবে, এখানে কোনো শিক্ষকের দায় আছে কি না। যদি কোনো শিক্ষকের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন সিন্ডিকেটে পেশ করা হবে। সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত হবে পরবর্তী পদক্ষেপের বিষয়ে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে