গাজীপুর প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘন ও সরকারি আদেশ অমান্য করার দায়ে নৌকার সমর্থক সাবেক এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে জরিমানা এবং দুই কর্মীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের এক কর্মীকেও জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বালুর মাঠ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আজিজুর রহমান অভিযান পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল মোক্তারপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেন। অপর দিকে নৌকার পক্ষের কর্মী-সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীকে বিভিন্ন স্থানে বাধা দেওয়ার চেষ্টাসহ পোস্টার ছিঁড়ে ফেলেন। বিকেলে ৪টার দিকে সাওরাইদ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মিসভা আয়োজন করা হলেও নৌকার সমর্থক স্থানীয় নেতা-কর্মীরা বাধা দেন। একপর্যায়ে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থীদের সভা অনুষ্ঠিত হয়। রাত ৮টার দিকে সাওরাইদ বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। সে সময় ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইউপি সদস্য সামসুল আলমকে ৩০ হাজার টাকা এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মী সাবেক ইউপি সদস্য সেলিম শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া একই সময় প্রশাসনের নিষেধ অমান্য করার অপরাধে নৌকার দুই কর্মী শফিকুল ইসলাম খন্দকার ও তাইফুর রহমান মোরসালিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁরা টাকা দিতে না পারায় তাঁদের কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের সমর্থক মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মো. সামসুল আলমকে (৪৬) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া চুমকির অপর দুই সমর্থককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানের ট্রাক প্রতীকের কর্মী ও সাবেক মেম্বার সাওরাইদ এলাকার সেলিম শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের দণ্ডপ্রাপ্ত দুজনকে থানায় হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। বিধি অনুযায়ী তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘন ও সরকারি আদেশ অমান্য করার দায়ে নৌকার সমর্থক সাবেক এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে জরিমানা এবং দুই কর্মীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের এক কর্মীকেও জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বালুর মাঠ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আজিজুর রহমান অভিযান পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল মোক্তারপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেন। অপর দিকে নৌকার পক্ষের কর্মী-সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীকে বিভিন্ন স্থানে বাধা দেওয়ার চেষ্টাসহ পোস্টার ছিঁড়ে ফেলেন। বিকেলে ৪টার দিকে সাওরাইদ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মিসভা আয়োজন করা হলেও নৌকার সমর্থক স্থানীয় নেতা-কর্মীরা বাধা দেন। একপর্যায়ে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থীদের সভা অনুষ্ঠিত হয়। রাত ৮টার দিকে সাওরাইদ বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। সে সময় ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইউপি সদস্য সামসুল আলমকে ৩০ হাজার টাকা এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মী সাবেক ইউপি সদস্য সেলিম শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া একই সময় প্রশাসনের নিষেধ অমান্য করার অপরাধে নৌকার দুই কর্মী শফিকুল ইসলাম খন্দকার ও তাইফুর রহমান মোরসালিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁরা টাকা দিতে না পারায় তাঁদের কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের সমর্থক মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মো. সামসুল আলমকে (৪৬) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া চুমকির অপর দুই সমর্থককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানের ট্রাক প্রতীকের কর্মী ও সাবেক মেম্বার সাওরাইদ এলাকার সেলিম শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের দণ্ডপ্রাপ্ত দুজনকে থানায় হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। বিধি অনুযায়ী তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
১৮ মিনিট আগেখুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রেললাইনের পাশে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। তাঁর নাম হাবিবুর রহমান (৫০)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের।
১ ঘণ্টা আগেরাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে