Ajker Patrika

রাজধানীতে গাছ থেকে পড়ে রিকশাচালকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২০: ৪৭
রাজধানীতে গাছ থেকে পড়ে রিকশাচালকের মৃত্যু

রাজধানীর পলাশী সরকারি কোয়ার্টারে সুপারিগাছ থেকে পড়ে অহিদুল আকন (৩০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় কোয়ার্টারের লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

মৃত অহিদুলের রিকশার গ্যারেজের মালিক মো. বাবুল শেখ বলেন, ‘পলাশী সরকারি কোয়ার্টারের ভেতরে সুপারি পাড়তে উঠেছিল সে। সেখান থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় অহিদুল। পরে কোয়ার্টারের বাসিন্দারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে। হাসপাতালে গিয়ে অহিদুলকে আহত অবস্থায় দেখতে পাই। পরবর্তীতে ওই কোয়ার্টারে গিয়ে তার রিকশা পাওয়া যায়।’ 

মৃত অহিদুলের স্ত্রী মাকসুদা আক্তার জানান, তাঁদের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়। দুই ছেলে এক মেয়েকে নিয়ে কামরাঙ্গীরচর নিজামবাগ এলাকায় থাকেন তাঁরা। রিকশার মালিকের কাছ থেকে জানতে পারেন অহিদুল পলাশী সরকারি কোয়ার্টারের ভেতরে সুপারি পাড়তে গাছে উঠেছিলেন। সেখান থেকে নিচে পড়ে যান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত