Ajker Patrika

কাভার্ডভ্যান চাপায় তিনজনকে হত্যাকারী চালক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২২: ০৮
কাভার্ডভ্যান চাপায় তিনজনকে হত্যাকারী চালক গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলর আরোহীসহ তিনজন নিহতের ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন আজ শুক্রবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে উত্তরার আজমপুরে গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৬টার দিকে দ্রুতগামী কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলে থাকা একজন নারীসহ তিনজন নিহত হন। তাঁরা হলেন, মোটরসাইকেল চালক এনামুল হক (৪৫), আরোহী অনিক (১৮) ও তাঁর ফুপি হনুফা বেগম (৪৫)। 

নিহত অনিক নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা গ্রামের ইয়াবুকের ছেলের অনিক। হনুফা বেগম বরিশালের গৌরনদী এলাকার মো. সেলিমের স্ত্রী। আর মোটরসাইকেল চালক এনামুল হক নিহতদের পূর্ব পরিচিত। 

র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন আজকের পত্রিকাকে বলেন, ‘বরিশালের ভোলা থেকে অভিযান চালিয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান চালককে শুক্রবার র‍্যাব গ্রেপ্তার করেছে। তাঁকে র‍্যাব-১ এর কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’ 

তাৎক্ষণিকভাবে তিনি গ্রেপ্তার হওয়া কাভার্ডভ্যান চালকের পরিচয় জানাননি। 

অন্যদিকে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ও দুর্ঘটনার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা আলিম খান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় নিহত এনামুল হকের চাচাতো ভাই আব্দুল কাদের বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা করেছেন। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’ 

এসআই আলিম খান বলেন, বেপোরোয়াগামী কাভার্ডভ্যানটি মোটরসাইকেলে ওপর তুলে দিলে এ ঘটনা ঘটে। এতে ঘটনস্থলেই হনুফা বেগম ও এনামুল হক নিহত হোন। গুরুতর আহত অবস্থায় অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

জঙ্গলে পড়ে ছিল হাত-পা ও চোখ বাঁধা অজ্ঞাতনামা লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত