উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলর আরোহীসহ তিনজন নিহতের ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান চালককে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন আজ শুক্রবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে উত্তরার আজমপুরে গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৬টার দিকে দ্রুতগামী কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলে থাকা একজন নারীসহ তিনজন নিহত হন। তাঁরা হলেন, মোটরসাইকেল চালক এনামুল হক (৪৫), আরোহী অনিক (১৮) ও তাঁর ফুপি হনুফা বেগম (৪৫)।
নিহত অনিক নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা গ্রামের ইয়াবুকের ছেলের অনিক। হনুফা বেগম বরিশালের গৌরনদী এলাকার মো. সেলিমের স্ত্রী। আর মোটরসাইকেল চালক এনামুল হক নিহতদের পূর্ব পরিচিত।
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন আজকের পত্রিকাকে বলেন, ‘বরিশালের ভোলা থেকে অভিযান চালিয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান চালককে শুক্রবার র্যাব গ্রেপ্তার করেছে। তাঁকে র্যাব-১ এর কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’
তাৎক্ষণিকভাবে তিনি গ্রেপ্তার হওয়া কাভার্ডভ্যান চালকের পরিচয় জানাননি।
অন্যদিকে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ও দুর্ঘটনার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা আলিম খান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় নিহত এনামুল হকের চাচাতো ভাই আব্দুল কাদের বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা করেছেন। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’
এসআই আলিম খান বলেন, বেপোরোয়াগামী কাভার্ডভ্যানটি মোটরসাইকেলে ওপর তুলে দিলে এ ঘটনা ঘটে। এতে ঘটনস্থলেই হনুফা বেগম ও এনামুল হক নিহত হোন। গুরুতর আহত অবস্থায় অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলর আরোহীসহ তিনজন নিহতের ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান চালককে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন আজ শুক্রবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে উত্তরার আজমপুরে গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৬টার দিকে দ্রুতগামী কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলে থাকা একজন নারীসহ তিনজন নিহত হন। তাঁরা হলেন, মোটরসাইকেল চালক এনামুল হক (৪৫), আরোহী অনিক (১৮) ও তাঁর ফুপি হনুফা বেগম (৪৫)।
নিহত অনিক নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা গ্রামের ইয়াবুকের ছেলের অনিক। হনুফা বেগম বরিশালের গৌরনদী এলাকার মো. সেলিমের স্ত্রী। আর মোটরসাইকেল চালক এনামুল হক নিহতদের পূর্ব পরিচিত।
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন আজকের পত্রিকাকে বলেন, ‘বরিশালের ভোলা থেকে অভিযান চালিয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান চালককে শুক্রবার র্যাব গ্রেপ্তার করেছে। তাঁকে র্যাব-১ এর কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’
তাৎক্ষণিকভাবে তিনি গ্রেপ্তার হওয়া কাভার্ডভ্যান চালকের পরিচয় জানাননি।
অন্যদিকে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ও দুর্ঘটনার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা আলিম খান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় নিহত এনামুল হকের চাচাতো ভাই আব্দুল কাদের বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা করেছেন। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’
এসআই আলিম খান বলেন, বেপোরোয়াগামী কাভার্ডভ্যানটি মোটরসাইকেলে ওপর তুলে দিলে এ ঘটনা ঘটে। এতে ঘটনস্থলেই হনুফা বেগম ও এনামুল হক নিহত হোন। গুরুতর আহত অবস্থায় অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শুক্রবার রাতে গণঅধিকার, যুব অধিকার ও ছাত্র অধিকার পরিষদের রাজশাহী জেলা ও মহানগরের নেতা-কর্মীরা এ মিছিল করেন।
৬ মিনিট আগেফটিকছড়িতে ‘মব’ সৃষ্টি করে স্কুলছাত্র মাহিম হত্যা মামলায় তাজুল ইসলাম (৪০) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ মিনিট আগেবরিশালে ব্যবসায়ীদের মতবিনিময় সভার শেষ মূহূর্তে চরম বিশৃঙ্খলা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সামনেই দলটির স্থানীয় দুটি পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আমীর খসরু এবং বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
২৭ মিনিট আগেশরীয়তপুর জেলা প্রশাসনের পার্কে বিদ্যুৎ-চালিত নাগরদোলার আসন ছিঁড়ে নিচে পড়ে তিন শিশু গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের শিল্পকলা মাঠসংলগ্ন পার্কে এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে