নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী নির্বাচন রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী হবে। এটা তাঁর দায়িত্ব। এই সরকার সংসদকে পাশ কাটিয়ে এ রকম একটা আইন করতে রাজিনা। সে কারণেই রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন।
আজ বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। আইন করার কথাও বলা আছে। আইন করা উচিত। আমিও বলি আইন হবে। তবে বর্তমান কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। তাই এর মধ্যে আইন করা সম্ভব না।
তিনি বলেন, সার্চ কমিটিতে রয়েছেন আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানসহ চারজন সাংবিধানিক পদধারী এবং দুজন সুশীল সমাজের। এখানে রাজনৈতিক দলের কেউ নেই। এই সার্চ কমিটি দশজনের নাম প্রস্তাব করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে। ওই দশজনের মধ্য থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। তাই নির্বাচন কমিশন নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই।
খালেদা জিয়ার বিদেশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাঁর নিষ্পত্তিকৃত দরখাস্ত পুনর্বিবেচনা করার সুযোগ নেই। এখন খালেদা জিয়া কারাগারে গিয়ে নতুন করে দরখাস্ত করতে পারবেন। তবে তাঁকে এই অবস্থায় বিদেশে পাঠানোর সুযোগ নেই। এ ছাড়া খালেদা জিয়া এখানে সুচিকিৎসা পাচ্ছেন বলেও জানান মন্ত্রী।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মন্ত্রী বলেন, এই আইনে মামলা হওয়ার আগে এখন তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সেলে যাচ্ছে। যদি অভিযোগ মামলা করার মতো হয় তাহলে মামলা আদালতে যাবে। এর আগে যেন কোনো সাংবাদিককে মামলায় জড়ানো না হয়। আর এখন কিন্তু কোনো সাংবাদিককে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে না। আগে যাচাই-বাছাই হয়। এই আইন সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি।
ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া র্যাবের মহাপরিচালক চৌধুরি আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী নির্বাচন রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী হবে। এটা তাঁর দায়িত্ব। এই সরকার সংসদকে পাশ কাটিয়ে এ রকম একটা আইন করতে রাজিনা। সে কারণেই রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন।
আজ বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। আইন করার কথাও বলা আছে। আইন করা উচিত। আমিও বলি আইন হবে। তবে বর্তমান কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। তাই এর মধ্যে আইন করা সম্ভব না।
তিনি বলেন, সার্চ কমিটিতে রয়েছেন আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানসহ চারজন সাংবিধানিক পদধারী এবং দুজন সুশীল সমাজের। এখানে রাজনৈতিক দলের কেউ নেই। এই সার্চ কমিটি দশজনের নাম প্রস্তাব করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে। ওই দশজনের মধ্য থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। তাই নির্বাচন কমিশন নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই।
খালেদা জিয়ার বিদেশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাঁর নিষ্পত্তিকৃত দরখাস্ত পুনর্বিবেচনা করার সুযোগ নেই। এখন খালেদা জিয়া কারাগারে গিয়ে নতুন করে দরখাস্ত করতে পারবেন। তবে তাঁকে এই অবস্থায় বিদেশে পাঠানোর সুযোগ নেই। এ ছাড়া খালেদা জিয়া এখানে সুচিকিৎসা পাচ্ছেন বলেও জানান মন্ত্রী।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মন্ত্রী বলেন, এই আইনে মামলা হওয়ার আগে এখন তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সেলে যাচ্ছে। যদি অভিযোগ মামলা করার মতো হয় তাহলে মামলা আদালতে যাবে। এর আগে যেন কোনো সাংবাদিককে মামলায় জড়ানো না হয়। আর এখন কিন্তু কোনো সাংবাদিককে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে না। আগে যাচাই-বাছাই হয়। এই আইন সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি।
ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া র্যাবের মহাপরিচালক চৌধুরি আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৪৪ মিনিট আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
১ ঘণ্টা আগেরংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের এক দিন পর অবৈধ বালু পয়েন্টে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তার মনু মিয়া (২৮) উপজেলার সিটপাইকন এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
২ ঘণ্টা আগেযশোরের শার্শা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল হামিদ (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নুর ইসলাম (৫৫) নামের আরেকজন আহত হন।
২ ঘণ্টা আগে