নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী নির্বাচন রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী হবে। এটা তাঁর দায়িত্ব। এই সরকার সংসদকে পাশ কাটিয়ে এ রকম একটা আইন করতে রাজিনা। সে কারণেই রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন।
আজ বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। আইন করার কথাও বলা আছে। আইন করা উচিত। আমিও বলি আইন হবে। তবে বর্তমান কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। তাই এর মধ্যে আইন করা সম্ভব না।
তিনি বলেন, সার্চ কমিটিতে রয়েছেন আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানসহ চারজন সাংবিধানিক পদধারী এবং দুজন সুশীল সমাজের। এখানে রাজনৈতিক দলের কেউ নেই। এই সার্চ কমিটি দশজনের নাম প্রস্তাব করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে। ওই দশজনের মধ্য থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। তাই নির্বাচন কমিশন নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই।
খালেদা জিয়ার বিদেশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাঁর নিষ্পত্তিকৃত দরখাস্ত পুনর্বিবেচনা করার সুযোগ নেই। এখন খালেদা জিয়া কারাগারে গিয়ে নতুন করে দরখাস্ত করতে পারবেন। তবে তাঁকে এই অবস্থায় বিদেশে পাঠানোর সুযোগ নেই। এ ছাড়া খালেদা জিয়া এখানে সুচিকিৎসা পাচ্ছেন বলেও জানান মন্ত্রী।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মন্ত্রী বলেন, এই আইনে মামলা হওয়ার আগে এখন তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সেলে যাচ্ছে। যদি অভিযোগ মামলা করার মতো হয় তাহলে মামলা আদালতে যাবে। এর আগে যেন কোনো সাংবাদিককে মামলায় জড়ানো না হয়। আর এখন কিন্তু কোনো সাংবাদিককে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে না। আগে যাচাই-বাছাই হয়। এই আইন সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি।
ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া র্যাবের মহাপরিচালক চৌধুরি আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী নির্বাচন রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী হবে। এটা তাঁর দায়িত্ব। এই সরকার সংসদকে পাশ কাটিয়ে এ রকম একটা আইন করতে রাজিনা। সে কারণেই রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন।
আজ বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। আইন করার কথাও বলা আছে। আইন করা উচিত। আমিও বলি আইন হবে। তবে বর্তমান কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। তাই এর মধ্যে আইন করা সম্ভব না।
তিনি বলেন, সার্চ কমিটিতে রয়েছেন আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানসহ চারজন সাংবিধানিক পদধারী এবং দুজন সুশীল সমাজের। এখানে রাজনৈতিক দলের কেউ নেই। এই সার্চ কমিটি দশজনের নাম প্রস্তাব করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে। ওই দশজনের মধ্য থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। তাই নির্বাচন কমিশন নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই।
খালেদা জিয়ার বিদেশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাঁর নিষ্পত্তিকৃত দরখাস্ত পুনর্বিবেচনা করার সুযোগ নেই। এখন খালেদা জিয়া কারাগারে গিয়ে নতুন করে দরখাস্ত করতে পারবেন। তবে তাঁকে এই অবস্থায় বিদেশে পাঠানোর সুযোগ নেই। এ ছাড়া খালেদা জিয়া এখানে সুচিকিৎসা পাচ্ছেন বলেও জানান মন্ত্রী।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মন্ত্রী বলেন, এই আইনে মামলা হওয়ার আগে এখন তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সেলে যাচ্ছে। যদি অভিযোগ মামলা করার মতো হয় তাহলে মামলা আদালতে যাবে। এর আগে যেন কোনো সাংবাদিককে মামলায় জড়ানো না হয়। আর এখন কিন্তু কোনো সাংবাদিককে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে না। আগে যাচাই-বাছাই হয়। এই আইন সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি।
ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া র্যাবের মহাপরিচালক চৌধুরি আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
নরসিংদীর শিবপুরে মাকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার বৈলাব গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
৪০ মিনিট আগেযশোরের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামের এক তরুণের ওপর বোমা হামলা ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
১ ঘণ্টা আগেশেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কে পাথর বোঝাই ডাম্পট্রাকের চাপায় কাজিমদ্দিন ওরফে তারু মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে