Ajker Patrika

দশ বছরের প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
দশ বছরের প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

মাদারীপুরের শিবচরে ১০ বছর ধরে প্রেম করার পর প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। গতকাল বুধবার বিকেলে প্রেমিকাকে দেখে নিজের কক্ষে তালা দিয়ে যুবক বাড়ি ছেড়ে পালিয়েছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৩ সালে পরিচয়ের পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে একসঙ্গে ঘোরাঘুরিও করেন তাঁরা। এরই মাঝে বিষয়টি জানাজানি হয় উভয় পরিবারের মধ্যে। ২০১৮ সালে বিয়ের আশ্বাস দিয়ে তিনি চলে যান বিদেশে। তবে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলতে থাকে। সম্প্রতি তিনি দেশে এলে ঢাকায় দুজনের দেখা হয়। তবে সপ্তাহখানেক আগে অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর পান ওই তরুণী।

তখন প্রেমিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে নিজেই গিয়ে ওঠেন তাঁর বাড়িতে। ওই বাড়িতে অনশন করছেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে ন্যায়বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওই তরুণীর পরিবার।

ওই তরুণী বলেন, ‘আমি আর কিছুই চাই না। শুধু আমাকে বিয়ে করবে, তা হলেই হবে। ১০টি বছর ধরে আমাকে যা যা করতে বলেছে, আমি শুধু ভালোবাসার জন্য সব করেছি। এখন সে বলে বেড়ায় আমি খাটো, এ জন্য বিয়ে করবে না। আমাকে বিয়ে না করলে আমি আইনগতভাবে সবখানে যাব। আমার ভালোবাসাকে জয়ী করে ছাড়ব।’

মেয়েটির মামা বলেন, ‘গরিব পরিবারের মেয়ে হওয়ায় ওর কথা কেউ মানতে চায় না। আমরা সামাজিকভাবে প্রথমে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ছেলের পরিবার তাতে রাজি না। আমরা চাই, দুজনের বিয়ে হোক। তারা শান্তিকে থাকুক।’

ছেলেটির বড় বোন বলেন, ‘মেয়েটি খাটো হওয়ায় বিয়ে করতে অনীহা তাঁর ভাইয়ের। তারা দুজনে সংসার করবে কিনা, তা তাদের সিদ্ধান্ত।’

এদিকে মেয়েটি যাতে ন্যায্য বিচার পায়, এ জন্য শিবচর থানা-পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম খান।

এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটি ওই বাড়িতেই আছে। আমরা বিষয়টি নিয়ে বসেছিলাম। ছেলেটি কিছুদিন আগে আবারও বিদেশে চলে গেছে। এখন তাকে দেশে আনার চেষ্টা চলছে। স্থানীয়ভাবে সবাইকে নিয়ে একটা ভালো সমাধান দেওয়ার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত