Ajker Patrika

সিঙ্গাইরে সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, টোল প্লাজায় আগুন–ভাঙচুর

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সিঙ্গাইরে সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, টোল প্লাজায় আগুন–ভাঙচুর

মানিকগঞ্জের সিঙ্গাইরে ভাষা শহীদ রফিক সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা টোল প্লাজা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

এ সময় মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যাত্রীদের দুর্ভোগ এড়াতে সেনাবাহিনী ও ছাত্র-জনতা যানবাহন চলাচলে সহযোগিতা করলে দুপুরের দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ছাত্র-জনতা ভাষা শহীদ রফিক সেতু এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এরপর সেতুর পূর্ব প্রান্তে সমাবেশ করেন। সমাবেশ শেষে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় ভাষা শহীদ রফিক টোল প্লাজা ভাঙচুর ও চারটি বক্সে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে যায় টোল প্লাজার স্থাপনাসহ আনুষঙ্গিক আসবাবপত্র।

সিঙ্গাইরে সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, টোল প্লাজায় আগুন–ভাঙচুর। ছবি: আজকের পত্রিকাসমাবেশে বক্তব্য দেন–আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, ইঞ্জিনিয়ার আবু সায়েম, মাসুদূর রহমান আইয়ুবী, মাওলানা আলমগীর হোসাইন রাশেদী, ছাত্র আন্দোলনের নেতা ওমর ফারুক, মো. রুমি, মো. আসিফ, মো. মিরাজ, মো. রনি, জয় ইউনুস, মো. আবীর আহমেদ, মো. সাইদুর রহমান প্রমুখ।

সিঙ্গাইরে সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, টোল প্লাজায় আগুন–ভাঙচুর। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনা সদস্যরা তৎপর আছেন। বর্তমান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত