Ajker Patrika

শহরকে বাঁচাতে নিজস্ব পয়োবর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শহরকে বাঁচাতে নিজস্ব পয়োবর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই: মেয়র আতিক

শহরকে বাঁচাতে নিজস্ব পয়োবর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘প্রতিটি ভবনে ও বাড়িতে জেনারেটর, এসি ও অন্যান্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট ঠিকই স্থাপন করা হয়। কিন্তু কার্যকর পয়োবর্জ্য ব্যবস্থাপনার জন্য ভবনে ইটিপি স্থাপন করা হয় না। পয়োবর্জ্যের সংযোগ সরাসরি বৃষ্টি পানি নামার সারফেস ড্রেনে দিয়ে শহরের খাল ও জলাশয় দূষণ করা হচ্ছে। শহরকে বাঁচাতে বাড়িতে বাড়িতে নিজস্ব পয়োবর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই।’

আজ বুধবার স্থানীয় সময় সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে গ্লোবাল ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্যানেল আলোচনায় এসব কথা বলেন তিনি। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ইউনিসেফ যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করেন।

প্যানেল আলোচনায় ডিএনসিসি মেয়র বলেন, ‘শহরের পরিবেশ রক্ষায় নগরবাসীকে নিজস্ব উদ্যোগে বাসাবাড়িতে কার্যকর পয়োবর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। এ বিষয়ে ডিএনসিসিতে আমরা ব্যাপক সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন অঞ্চলের সোসাইটিগুলোর প্রতিনিধিদের নিয়ে সভা ও ওয়ার্কশপ করেছি। তাদের স্ব স্ব এলাকায় জনগণকে সচেতন করার নির্দেশ দিয়েছি। খালে বা সারফেস ড্রেনে পয়োবর্জ্য নিষ্কাশনের সংযোগ পাওয়া গেলে সিটি করপোরেশনের পক্ষ থেকে তা বন্ধ করে দেওয়া হবে।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘পয়োবর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সংযুক্ত করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ সমস্যা সমাধান সম্ভব। পয়োবর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ইকুইপমেন্ট বাজারে সহজলভ্য করতে হবে।’

এ সময় কার্যকর পয়োবর্জ্য ব্যবস্থার জন্য মনোভাব পরিবর্তন খুবই জরুরি বলে উল্লেখ করেন তিনি। সবশেষে ডিএনসিসি এলাকায় আধুনিক পয়োবর্জ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগী সংগঠনগুলোকে গবেষণা ও কারিগরি সহায়তা দেওয়ার আহ্বান করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত