Ajker Patrika

শিবচরে ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২২: ৫৭
শিবচরে ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

মাদারীপুর জেলার শিবচরে এক কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি ইউসুব পাটোয়ারীকে (২৩) গ্রেপ্তার করেছে মাদারীপুর র‍্যাব-৮। আজ শনিবার বেলা সোয়া ১১ টার দিকে রাজধানীর কামরাঙ্গীর চর থানার মধ্য রসুলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউসুব পাটোয়ারী শিবচর উপজেলার কাঁচিকাটা বটতলা এলাকার বারেক পাটোয়ারীর ছেলে।

আজ শনিবার সন্ধ্যায় র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০২২ সালের ৮ ডিসেম্বর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে ইউসুব। এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়ের মা বাদী হয়ে শিবচর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এর পরই গা ঢাকা দেয় ইউসুব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সোয়া ১১ টার দিকে মাদারীপুর র‍্যাব-৮ এবং ঢাকা র‍্যাব-১০ এর একটি বিশেষ দল ঢাকার কামরাঙ্গীরচর থানার মধ্য রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মোল্লা মার্কেটের সামনে থেকে আসামিকে গ্রেপ্তার করে। 

র‍্যাব-৮ মাদারীপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কোমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা জানান, ‘শিবচর থানা পুলিশের নিকট হতে আসামি গ্রেপ্তারের অনুরোধপত্র পেয়ে অভিযান চালায় র‍্যাব। পরে পলাতক আসামি ইউসুবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়র‍্যাব-৮। আসামিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত