Ajker Patrika

পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

প্রতিনিধি, সাভার
আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৭: ২১
পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

সাভারে গৃহবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিপন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। ২৪ মার্চ রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হারানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। গ্রেফতারকৃত রিপন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হারানগর এলাকার জমির আলীর ছেলে। সে রং মিস্ত্রীর কাজ করতেন।

মামলার এজাহার থেকে জানা যায়, সাভারের কাতলাপুর ভাড়া থাকতেন ভুক্তভোগী ঐ গৃহবধু। ওই বাড়িতে প্রায় এক মাস যাবত রংয়ের কাজ করছিলো রিপন। ভুক্তভোগীর স্বামী গত ২৪ মার্চ দুপুরে খাওয়ার পর কাজে গেলে রিপন কলিং বেল চাপে। পরে ওই গৃহবধূ দরজা খুলে দিলে পানি চায় রিপন। তাকে পানি দিয়ে বেসিনে গেলে পিছন দিয়ে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে রিপন।

এসময় ধস্তাধস্তিতে ভুক্তভোগীর থুতনিতে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়। পরে তার চিৎকারে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা এগিয়ে আসে। এসময় রিপন পালানোর চেষ্টা করলে নিচের ফটকে আটকিয়ে ফেলে অন্যরা। পড়ে ৯৯৯ এ কল করে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রিপনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, রিপনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত