গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৫ লাখ টাকা দাবি করে না পেয়ে বৃদ্ধ পিতাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত হয়ে ফজর আলী (৭০) বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে আলী নূর (৩৫) ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। শ্রীপুর থানা–পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আহত ফজর আলীর মেয়ে পাপন আক্তার জানান, সম্প্রতি তাঁর বাবা সোয়া ৫ শতাংশ জমি বিক্রয় করেছেন। তার দুই ভাই আলী নূর ও আব্দুল আউয়াল অন্যত্র বাড়ি করে থাকে। বাবার জমি বিক্রির টাকা থেকে ৫ লাখ টাকা করে দাবি করে আসছিল দুই ভাই। তাঁদের টাকা না দেওয়ায় দুই ভাই মিলে টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া করেছে।
পাপন আক্তার আরও জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আলী নূর, তাঁর স্ত্রী, পুত্র ও ভাই আউয়ালকে সঙ্গে নিয়ে দা হাতে বাবার বাড়ির সামনে অবস্থান করে। তাঁদের গালাগালি শুনে ফজর আলী বাড়ি থেকে বের হয়ে আসলে কিছু বুঝে ওঠার আগেই আলী নূর ধারালো দা দিয়ে বাবার কাঁধে, হাতে, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ফজর আলী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা ফজর আলীকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক আঃ রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জাতীয় জরুরি সেবা সুরক্ষা নম্বর ৯৯৯ এর ফোন পেয়ে জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালাই। এ সময় অভিযুক্তরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। বৃদ্ধ ফজর আলীর পক্ষে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৫ লাখ টাকা দাবি করে না পেয়ে বৃদ্ধ পিতাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত হয়ে ফজর আলী (৭০) বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে আলী নূর (৩৫) ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। শ্রীপুর থানা–পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আহত ফজর আলীর মেয়ে পাপন আক্তার জানান, সম্প্রতি তাঁর বাবা সোয়া ৫ শতাংশ জমি বিক্রয় করেছেন। তার দুই ভাই আলী নূর ও আব্দুল আউয়াল অন্যত্র বাড়ি করে থাকে। বাবার জমি বিক্রির টাকা থেকে ৫ লাখ টাকা করে দাবি করে আসছিল দুই ভাই। তাঁদের টাকা না দেওয়ায় দুই ভাই মিলে টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া করেছে।
পাপন আক্তার আরও জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আলী নূর, তাঁর স্ত্রী, পুত্র ও ভাই আউয়ালকে সঙ্গে নিয়ে দা হাতে বাবার বাড়ির সামনে অবস্থান করে। তাঁদের গালাগালি শুনে ফজর আলী বাড়ি থেকে বের হয়ে আসলে কিছু বুঝে ওঠার আগেই আলী নূর ধারালো দা দিয়ে বাবার কাঁধে, হাতে, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ফজর আলী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা ফজর আলীকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক আঃ রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জাতীয় জরুরি সেবা সুরক্ষা নম্বর ৯৯৯ এর ফোন পেয়ে জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালাই। এ সময় অভিযুক্তরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। বৃদ্ধ ফজর আলীর পক্ষে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নেকমরদ এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগেখুলনায় ফেরীর সঙ্গে যাত্রীবোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে জেলখানা এবং সেনেরবাজার ঘাটের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও এক আরোহী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা গ্রীন মডার্ন সিটি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেযশোর সদর উপজেলার কচুয়া ও বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলার বুক চিরে উত্তর-দক্ষিণে বয়ে গেছে ভৈরব নদ। নদের পশ্চিমে কচুয়া ইউনিয়ন। পূর্বে বাঘারপাড়ার ছাতিয়ানতলা ইউনিয়ন। ছাতিয়ানতলা বাজারের পাশেই এই নদীর ওপরে জরাজীর্ণ সেতুটি ছিল দুটি ইউনিয়নের অন্তত ৩০ গ্রামের যাতায়াতের ভরসা।
৬ ঘণ্টা আগে