Ajker Patrika

মাস্ক ছাড়া বের হলেই ৩০০ টাকায় নমুনা পরীক্ষা

প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২১, ১৭: ৪৭
মাস্ক ছাড়া বের হলেই ৩০০ টাকায় নমুনা পরীক্ষা

সদর (গোপালগঞ্জ): গোপালগঞ্জে মাস্ক ছাড়া বের হলেই করোনা পরীক্ষা করছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার গোপালগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুনের নেতৃত্বে শহরের চৌরঙ্গী, বড় বাজার, বেদগ্রাম বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

মো. মামুন খান বলেন, করোনা সংক্রমণ বিস্তার প্রতিরোধে মাস্ক ছাড়া বাইরে বের হলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। করোনা পরীক্ষার জন্য প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা আদায় করে নমুনা সংগ্রহ করা হয়েছে। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় মাস্কের ব্যবহার বেড়েছে বলেও জানান তিনি।

এছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করায় দুই পথচারী এবং শহরের চৌরঙ্গীতে অবস্থিত শম্পা স্ন্যাকস ও গোপালগঞ্জ স্ন্যাকস নামে দুটি হোটেলকে ৭ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত