Ajker Patrika

মহামারিতে জরুরি সেবার আওতায় থাকবে সমাজকল্যাণ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
মহামারিতে জরুরি সেবার আওতায় থাকবে সমাজকল্যাণ মন্ত্রণালয়

ঢাকা : করোনাভাইরাস মহামারির মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে জরুরি সেবার আওতায় এনেছে সরকার।

ফলে চলাচলে বিধিনিষেধ বা লকডাউনের মধ্যে এই মন্ত্রণালয় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি বিতরণ করতে পারবে।

এছাড়া উপকারভোগীদের জন্য নতুন হিসাব খোলার কাজও লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে করতে পারবে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার এক আদেশে সব জেলা প্রশাসকদের চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে।

মহামারির মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকাণ্ডকে জরুরি সেবার আওতাভুক্তের পদক্ষেপ নিতে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গত ২২ এপ্রিল সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

ওইদিন মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়কে জরুরি সেবার আওতায় আনলে লকডাউনের মধ্যে মন্ত্রণালয় নির্বিঘ্নে কাজ চালিয়ে যেতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত