শিবচর (মাদারীপুর) মাদারীপুর
ফরিদপুরে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। এতে মাদারীপুর থেকে ফরিদপুর রুটের বাসসহ সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই ধর্মঘট চলবে আজ শুক্রবার সকাল ৬টা থেকে আগামীকাল শনিবার রাত ৮টা পর্যন্ত। এদিকে ফরিদপুরে যেতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
খোঁজ নিয়ে দেখা গেছে, ফরিদপুর সদর থেকে মাদারীপুর সদর পর্যন্ত কোনো পরিবহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে অন্যান্য জেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বাস বন্ধ থাকায় যাত্রীরা জরুরি প্রয়োজনে বাড়তি টাকা খরচ করে মাদারীপুর থেকে ভেঙে বিকল্প সড়কে ফরিদপুরে যাচ্ছেন বলে জানা গেছে।
ফরিদপুরগামী যাত্রীরা জানান, সকাল থেকে চেষ্টা করেও ফরিদপুরে যেতে পারছেন না তাঁরা। চিকিৎসাসহ প্রয়োজনীয় কাজে ফরিদপুরে যেতে না পেরে বাড়ি ফিরে গেছে অসংখ্য মানুষ।
এদিকে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে এক্সপ্রেসওয়েতে অবস্থান করে ঢাকা এবং দক্ষিণাঞ্চলগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় ঢাকাগামী যাত্রীদের সংখ্যা কম দেখা গেছে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্ট্যান্ডে। এ ছাড়া সার্ভিস সড়কে থ্রি-হুইলারও চলতে দেখা গেছে। শিবচরের পাঁচ্চর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যানবাহন চলছে।
যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘মাদারীপুর থেকে ভেঙে ভেঙে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যাই। কিন্তু ফরিদপুরের গাড়ি পাইনি। কোনো সিএনজি অটোরিকশা বা ইজিবাইকও নেই যে বিকল্প উপায়ে যাব। অনেক যাত্রী বাড়ি ফিরে গেছেন।’
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ধর্মঘটের কারণে শুক্রবার এক্সপ্রেসওয়েতে ফরিদপুরগামী যানবাহন নেই। তবে দূরপাল্লার সব যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বিএনপির সমাবেশকে ঘিরে সার্বিক নিরাপত্তার জন্য শনিবার হাইওয়েতে পুলিশের বাড়তি তৎপরতা থাকবে।
মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, ‘ফরিদপুরে বিএনপির সমাবেশ নষ্ট করার জন্য সরকারি দলের লোকজন বাস চলাচল বন্ধ রেখেছে। কিন্তু আমাদের নেতা-কর্মী ও জনগণকে কোনোভাবেই ফরিদপুরে যাওয়া আটকাতে পারবে না। আমরা আমাদের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সঠিক সময়ে গিয়ে ফরিদপুরের সমাবেশ সফল করব।’
মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার বলেন, ‘আমরা বিএনপির সমাবেশ বানচাল করার উদ্দেশ্য নিয়ে বাস চলাচল বন্ধ করিনি। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে দুই দিন মাদারীপুর থেকে ফরিদপুরে কোনো যানবাহন ছেড়ে যাবে না।’
ফরিদপুরে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। এতে মাদারীপুর থেকে ফরিদপুর রুটের বাসসহ সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই ধর্মঘট চলবে আজ শুক্রবার সকাল ৬টা থেকে আগামীকাল শনিবার রাত ৮টা পর্যন্ত। এদিকে ফরিদপুরে যেতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
খোঁজ নিয়ে দেখা গেছে, ফরিদপুর সদর থেকে মাদারীপুর সদর পর্যন্ত কোনো পরিবহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে অন্যান্য জেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বাস বন্ধ থাকায় যাত্রীরা জরুরি প্রয়োজনে বাড়তি টাকা খরচ করে মাদারীপুর থেকে ভেঙে বিকল্প সড়কে ফরিদপুরে যাচ্ছেন বলে জানা গেছে।
ফরিদপুরগামী যাত্রীরা জানান, সকাল থেকে চেষ্টা করেও ফরিদপুরে যেতে পারছেন না তাঁরা। চিকিৎসাসহ প্রয়োজনীয় কাজে ফরিদপুরে যেতে না পেরে বাড়ি ফিরে গেছে অসংখ্য মানুষ।
এদিকে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে এক্সপ্রেসওয়েতে অবস্থান করে ঢাকা এবং দক্ষিণাঞ্চলগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় ঢাকাগামী যাত্রীদের সংখ্যা কম দেখা গেছে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্ট্যান্ডে। এ ছাড়া সার্ভিস সড়কে থ্রি-হুইলারও চলতে দেখা গেছে। শিবচরের পাঁচ্চর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যানবাহন চলছে।
যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘মাদারীপুর থেকে ভেঙে ভেঙে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যাই। কিন্তু ফরিদপুরের গাড়ি পাইনি। কোনো সিএনজি অটোরিকশা বা ইজিবাইকও নেই যে বিকল্প উপায়ে যাব। অনেক যাত্রী বাড়ি ফিরে গেছেন।’
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ধর্মঘটের কারণে শুক্রবার এক্সপ্রেসওয়েতে ফরিদপুরগামী যানবাহন নেই। তবে দূরপাল্লার সব যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বিএনপির সমাবেশকে ঘিরে সার্বিক নিরাপত্তার জন্য শনিবার হাইওয়েতে পুলিশের বাড়তি তৎপরতা থাকবে।
মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, ‘ফরিদপুরে বিএনপির সমাবেশ নষ্ট করার জন্য সরকারি দলের লোকজন বাস চলাচল বন্ধ রেখেছে। কিন্তু আমাদের নেতা-কর্মী ও জনগণকে কোনোভাবেই ফরিদপুরে যাওয়া আটকাতে পারবে না। আমরা আমাদের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সঠিক সময়ে গিয়ে ফরিদপুরের সমাবেশ সফল করব।’
মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার বলেন, ‘আমরা বিএনপির সমাবেশ বানচাল করার উদ্দেশ্য নিয়ে বাস চলাচল বন্ধ করিনি। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে দুই দিন মাদারীপুর থেকে ফরিদপুরে কোনো যানবাহন ছেড়ে যাবে না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
২ ঘণ্টা আগেনান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১২ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১২ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১৩ ঘণ্টা আগে