নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিমানের ১৭ জন সাবেক সিবিএ নেতার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্ত হবে কী-না সে বিষয়ে রায় দেওয়া হবে আগামী ২১ জুন। এ সংক্রান্ত একটি রুলের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চ্যুয়াল বেঞ্চ রায় ঘোষণার তারিখ ধার্য করেন।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি সাবেক এই সিবিএ নেতাদের দুর্নীতির তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পদক্ষেপ কি তা জানতে চেয়ে রুল জারি করেন। একই সঙ্গে কেন তদন্তের নির্দেশ দেওয়া হবে না তাও জানাতে বলা হয় রুলে।
আদালতে আজ শুনানিতে মানবাধিকার সংগঠন এইচআরপিবির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মানজিল মোরশেদ। অন্যদিকে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি।
জানা গেছে, বিমানের সিবিএ নেতা মো. মশিকুর রহমান, আজাহারুল ইমাম মজুমদার, আনোয়ার হোসেন, মো. ইউনুস খান, মো. মনতাসার রহমান, মো. রুবেল চৌধুরী, মো. রফিকুল আলম, মো. আতিকুর রহমান, মো. হারুনর রশিদ, আবদুল বারী, মো. ফিরোজুল ইসলাম, মো. আবদুস সোবহান, গোলাম কায়সার আহমেদ, মো. আবদুল জব্বার, মো. আবুল কালাম, আসমা খানম ও মো. আবদুল আজিজের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির বিষয়ে তদন্তের জন্য ২০১৪ সালে দুদক নোটিশ দেয়। তবে তারা হাজির হতে অস্বীকার করেন। কিন্তু পরবর্তীতে দুদক আর কোনো পদক্ষেপ নেয়নি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টে রিট আবেদন করেন।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ আজকের পত্রিকাকে বলেন, দুর্নীতির তদন্তের জন্য নোটিশ দেওয়ার পর দুদক আর কোনো পদক্ষেপ না নেওয়ায় বিষয়টি সবার নজরে আসে। দুদকের নোটিশ পেয়ে সাড়া না দিলে তার বিরুদ্ধে মামলা করার বিধান আইনে রয়েছে। অথচ দুদক নিষ্ক্রিয় ছিল। এ কারণেই রিট আবেদন করা হয়েছিল। আদালত প্রথমে রুল জারি করেন। ওই রুলের শুনানি শেষ হয়েছে। এখন রায় দেওয়া হবে।
ঢাকা: বিমানের ১৭ জন সাবেক সিবিএ নেতার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্ত হবে কী-না সে বিষয়ে রায় দেওয়া হবে আগামী ২১ জুন। এ সংক্রান্ত একটি রুলের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চ্যুয়াল বেঞ্চ রায় ঘোষণার তারিখ ধার্য করেন।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি সাবেক এই সিবিএ নেতাদের দুর্নীতির তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পদক্ষেপ কি তা জানতে চেয়ে রুল জারি করেন। একই সঙ্গে কেন তদন্তের নির্দেশ দেওয়া হবে না তাও জানাতে বলা হয় রুলে।
আদালতে আজ শুনানিতে মানবাধিকার সংগঠন এইচআরপিবির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মানজিল মোরশেদ। অন্যদিকে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি।
জানা গেছে, বিমানের সিবিএ নেতা মো. মশিকুর রহমান, আজাহারুল ইমাম মজুমদার, আনোয়ার হোসেন, মো. ইউনুস খান, মো. মনতাসার রহমান, মো. রুবেল চৌধুরী, মো. রফিকুল আলম, মো. আতিকুর রহমান, মো. হারুনর রশিদ, আবদুল বারী, মো. ফিরোজুল ইসলাম, মো. আবদুস সোবহান, গোলাম কায়সার আহমেদ, মো. আবদুল জব্বার, মো. আবুল কালাম, আসমা খানম ও মো. আবদুল আজিজের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির বিষয়ে তদন্তের জন্য ২০১৪ সালে দুদক নোটিশ দেয়। তবে তারা হাজির হতে অস্বীকার করেন। কিন্তু পরবর্তীতে দুদক আর কোনো পদক্ষেপ নেয়নি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টে রিট আবেদন করেন।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ আজকের পত্রিকাকে বলেন, দুর্নীতির তদন্তের জন্য নোটিশ দেওয়ার পর দুদক আর কোনো পদক্ষেপ না নেওয়ায় বিষয়টি সবার নজরে আসে। দুদকের নোটিশ পেয়ে সাড়া না দিলে তার বিরুদ্ধে মামলা করার বিধান আইনে রয়েছে। অথচ দুদক নিষ্ক্রিয় ছিল। এ কারণেই রিট আবেদন করা হয়েছিল। আদালত প্রথমে রুল জারি করেন। ওই রুলের শুনানি শেষ হয়েছে। এখন রায় দেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা খেয়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনা চালকসহ অন্তত ১২ শ্রমিক আহত হন। আজ শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আট বিঘা পুকুরে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে মাছচাষী মাহাফুজুর রহমান (২৫) বড়াইগ্রাম থানায় একই গ্রামের নুরুল ইসলামের বিরুদ
৩২ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় তিন মিষ্টির দোকানসহ আট প্রতিষ্ঠান ও এক লরি চালককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মেয়াদোত্তীর্ণ খাবার মজুত, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও সড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ের অভিযোগে এই জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগেঝিনাইদহ পৌর এলাকায় মাত্র ২০ টাকা পাওয়া পরিশোধ নিয়ে কলহের জেরে ছুরিকাঘাতে আহত মো: মঞ্জুর বিশ্বাস (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে