Ajker Patrika

শিবচরে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৩, ১৭: ০০
শিবচরে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

মাদারীপুর জেলার শিবচরে বাড়ির পাশের খেত থেকে পাটশাক তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লিপি বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ মে) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। লিপি বেগম ওই এলাকার নূর হাবিব মাদবরের স্ত্রী। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে শাক তুলতে বাড়ির পাশের একটি পাটখেতে যান লিপি বেগম। এ সময় খেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। এরপর খেতেই লুটিয়ে পড়েন তিনি। এদিকে শাক তুলে ফিরতে দেরি হচ্ছে দেখে তাঁকে খুঁজতে যান তাঁর মেয়ে। সেখানে মাকে তার জড়িয়ে পড়ে থাকতে দেখে সে চিৎকার শুরু করলে অন্যরা এগিয়ে আসেন। পরে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে তিনি মারা গেছেন। হাসপাতালে আনার অনেক আগেই তাঁর মৃত্যু হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত