নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবশেষে সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া গেল। তাঁর নাম বৃষ্টি খাতুনই। বাবা সবুজ শেখ ওরফে শাবলুল আলম এবং মা বিউটি খাতুনের দেওয়া ডিএনএ নমুনার সঙ্গে তাঁরটি শতভাগ মিলেছে। পুলিশ নিশ্চিত হয়েছে এই দম্পতিরই সন্তান বৃষ্টি।
আজ রোববার রাতে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগের ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা বাবার পর মায়েরও ডিএনএ নিয়েছিলাম। দুজনের সঙ্গে শতভাগ ডিএনএ মিলেছে। এ বিষয়ে প্রতিবেদনটি আমরা থানা-পুলিশকে হস্তান্তর করেছি। মামলার তদন্ত কর্মকর্তাকে জানানো হয়েছে।’
গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৬ জনের মধ্যে ছিলেন বৃষ্টি। বৃষ্টি তাঁর বন্ধু ও সহকর্মীদের কাছে অভিশ্রুতি নামেই পরিচিত ছিলেন। হিন্দু ধর্মাবলম্বী এবং অভিশ্রুতি নামে পরিচয় দেওয়ার কারণে তাঁর লাশ হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয়। মৃত্যুর পর রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সরকার ও কুষ্টিয়া থেকে এসে তাঁর বাবা–মা মরদেহ দাবি করলে, পুলিশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করার সিদ্ধান্ত নেয়। নমুনা নেওয়ার ১১ দিন পর ডিএনএ পরীক্ষার ফলাফল জানা গেল।
রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সরকার বলেছেন, ‘তাঁর বাবা–মায়ের সঙ্গে ডিএনএ মিললে, তাঁরা মরদেহ নিলে, আমাদের আর কোনো দাবি নেই।’
বৃষ্টির গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রাম গ্রামের পশ্চিমপাড়ায়। কলেজের সনদে, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে অভিশ্রুতি শাস্ত্রীর নাম বৃষ্টি খাতুন। কিছু সনদে আবার অভিশ্রুতি শাস্ত্রীও ছিল।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলামের ডিএনএ শনাক্ত হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন নাজমুল। তাঁর মরদেহ দেখে চেনার উপায় না থাকায় বাবা ও মায়ের ডিএনএ নেওয়া হয়েছিল। তার ডিএনএর সঙ্গেও বাবা–মায়ের ডিএনএ নমুনা শতভাগ মিলেছে বলে জানিয়েছেন ডিআইজি নাহিদুল।
দুজনের মরদেহ আগামীকাল সোমবার পুলিশ হস্তান্তর করতে পারে বলে জানা গেছে। ডিএমপির পুলিশের রমনা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আখতারুজ্জামান জানান, পরবর্তী সিদ্ধান্ত ডিএনএ প্রতিবেদন অনুযায়ী নেওয়া হবে।
আরও পড়ুন—
অবশেষে সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া গেল। তাঁর নাম বৃষ্টি খাতুনই। বাবা সবুজ শেখ ওরফে শাবলুল আলম এবং মা বিউটি খাতুনের দেওয়া ডিএনএ নমুনার সঙ্গে তাঁরটি শতভাগ মিলেছে। পুলিশ নিশ্চিত হয়েছে এই দম্পতিরই সন্তান বৃষ্টি।
আজ রোববার রাতে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগের ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা বাবার পর মায়েরও ডিএনএ নিয়েছিলাম। দুজনের সঙ্গে শতভাগ ডিএনএ মিলেছে। এ বিষয়ে প্রতিবেদনটি আমরা থানা-পুলিশকে হস্তান্তর করেছি। মামলার তদন্ত কর্মকর্তাকে জানানো হয়েছে।’
গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৬ জনের মধ্যে ছিলেন বৃষ্টি। বৃষ্টি তাঁর বন্ধু ও সহকর্মীদের কাছে অভিশ্রুতি নামেই পরিচিত ছিলেন। হিন্দু ধর্মাবলম্বী এবং অভিশ্রুতি নামে পরিচয় দেওয়ার কারণে তাঁর লাশ হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয়। মৃত্যুর পর রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সরকার ও কুষ্টিয়া থেকে এসে তাঁর বাবা–মা মরদেহ দাবি করলে, পুলিশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করার সিদ্ধান্ত নেয়। নমুনা নেওয়ার ১১ দিন পর ডিএনএ পরীক্ষার ফলাফল জানা গেল।
রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সরকার বলেছেন, ‘তাঁর বাবা–মায়ের সঙ্গে ডিএনএ মিললে, তাঁরা মরদেহ নিলে, আমাদের আর কোনো দাবি নেই।’
বৃষ্টির গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রাম গ্রামের পশ্চিমপাড়ায়। কলেজের সনদে, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে অভিশ্রুতি শাস্ত্রীর নাম বৃষ্টি খাতুন। কিছু সনদে আবার অভিশ্রুতি শাস্ত্রীও ছিল।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলামের ডিএনএ শনাক্ত হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন নাজমুল। তাঁর মরদেহ দেখে চেনার উপায় না থাকায় বাবা ও মায়ের ডিএনএ নেওয়া হয়েছিল। তার ডিএনএর সঙ্গেও বাবা–মায়ের ডিএনএ নমুনা শতভাগ মিলেছে বলে জানিয়েছেন ডিআইজি নাহিদুল।
দুজনের মরদেহ আগামীকাল সোমবার পুলিশ হস্তান্তর করতে পারে বলে জানা গেছে। ডিএমপির পুলিশের রমনা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আখতারুজ্জামান জানান, পরবর্তী সিদ্ধান্ত ডিএনএ প্রতিবেদন অনুযায়ী নেওয়া হবে।
আরও পড়ুন—
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৬ ঘণ্টা আগে