Ajker Patrika

নারায়ণগঞ্জে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের হামলায় মনিরুজ্জামান মনু (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টায় তাঁকে নিজ বাড়িতে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক ফেসবুকে। 

নিহত মনিরুজ্জামান সিটি করপোরেশনের আওতাধীন বন্দর থানার ২৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকার মৃত কামালুউদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে মনুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মনু গাজীপুরে বসবাস করে। তবে গত বৃহস্পতিবার রাতে সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নে থাকা তার মামি মারা গেলে জানাজায় অংশ নিতে রাতে নারায়ণগঞ্জ আসে। জানাজা শেষে বন্দরের মুরাদপুর এলাকায় অবস্থান করে। বাড়িতে থাকার খবর পেয়ে শুক্রবার ১১টার দিকে প্রতিপক্ষ গ্রুপের লোকজন এসে তাকে পিটিয়ে জখম করে। 

নিহত মনিরুজ্জামানের ছেলে মিনহাজ বলেন, ‘এলাকার নুরা মিয়ার তিন ছেলে মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আমার বাবাকে ঘর থেকে টেনে বের করে। এরপর তারা বাবার শরীরে গুলি চালায় ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে। সন্ত্রাসীরা তাকে নিথর অবস্থায় ফেলে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে।’ 

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনিরুজ্জামানের পরিবারের আরও তিন সদস্য প্রতিপক্ষের হামলায় মারা গেছেন। তারা হলেন মনিরের ভাই নুরুজ্জামান নুরা, বাবুল আক্তার ও বড়বোন নিলুফা। এলাকায় সুবিধা করতে না পেরে কয়েক বছর ধরে গাজীপুরের কাপাসিয়া এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন। 

ওসি গোলাম মোস্তফা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে একই এলাকার আরেকটি সন্ত্রাসী গ্রুপ। তাদের ধরতে আমাদের অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত