Ajker Patrika

এসএসসি পরীক্ষা দিতে না পারায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ

প্রতিনিধি (গাজীপুর) টঙ্গী
এসএসসি পরীক্ষা দিতে না পারায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ

 গাজীপুরের টঙ্গীতে এসএসসি পরীক্ষায় অংশ নিতে না পেরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর সাতাইশ এলাকার মেধা বিকাশ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ করেন শিক্ষার্থী নোমান। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত পয়লা জুলাই এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে প্রধান শিক্ষকের কাছে সাত হাজার টাকা দেয় নোমান। পরে ফরম পূরণ করার পরও রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পাইনি নোমান। ওই স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা প্রবেশপত্র পেলেও নোমানের প্রবেশ পত্র দেয়নি প্রধান শিক্ষক। পরে পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পেয়ে যাবে বলে আশ্বাস দেন ওই শিক্ষক। পরবর্তীতে পরীক্ষার প্রথম দিন সকালে শিক্ষার্থী নোমান জানতে পারে তার ফরম ফিলাপ করা হয়নি। 

শিক্ষার্থী নোমান জানান, তার পিতা মাতা ভোলায় থাকেন। তিনি উত্তর আউচপাড়া এলাকায় একটি মেসে থেকে চাকরির পাশাপাশি লেখাপড়া করতেন। সে গাজীপুরা এলাকায় একটি মাদ্রাসায় পড়তেন। পরে এক বছর বিরতি দিয়ে মেধা বিকাশ আইডিয়াল স্কুলে অষ্টম শ্রেণিতে ভর্তি হন। 

অভিযুক্ত প্রধান প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, নোমানের ফরম পূরণ করাতে ভুলে গিয়েছিলাম। নোমানের সঙ্গে কথা বলেছি। আগামীতে আবারো পরিক্ষা দেয়ার জন্য তাকে বলেছি। আগামী বছর স্কুল ও ফরম পূরণের যাবতীয় ব্যয় আমি বহন করব।    

গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

বাবুই পাখির কান্না কেউ শুনল না, কেটে ফেলা হলো তালগাছটি

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

অপারেশন রেড ওয়েডিং ও নার্নিয়া: ইরানের সেনা কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানীদের হত্যায় ইসরায়েলি অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত