নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নতুন পরিচালনা বোর্ড দায়িত্ব গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কোম্পানির ধানমন্ডি কার্যালয়ে নতুন সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেন সদ্য বিদায়ী বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব কবীর মিলন। তবে এই দায়িত্ব গ্রহণ পর্বে অনুপস্থিত ছিলেন দুজন সদস্য। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ায় ইভ্যালি কার্যালয়ের সামনে বিজয় মিছিল করে প্রতিষ্ঠানটির গ্রাহক ও পণ্য সরবরাহকারীরা।
অনুপস্থিত ছিলেন কোম্পানির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি উপসচিব কাজী কামরুন নাহার। আদালতে শুনানি থাকায় শামীমা নাসরিন উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন মাহবুব কবীর মিলন।
মাহবুব কবীর মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নতুন বোর্ডকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। শামীমা নাসরিন আদালতে শুনানি থাকায় আসতে পারেননি। শুনানি শেষে আসবেন হয়তো।’ তিনি জানান, নতুন পরিচালনা বোর্ড বিনিয়োগ আনতে পারলে ইভ্যালি ঘুরে দাঁড়াতে পারবে। গ্রাহক মার্চেন্ট সবাইকেই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
বোর্ডে যারাই থাকুক না কেন ভবিষ্যতে ইভ্যালি আদালতের পর্যবেক্ষণে চলবে বলে জানান মাহবুব কবীর মিলন। তিনি বলেন, ‘আদালত দেখবে। আমরাও প্রচ্ছন্নভাবে দিকনির্দেশনা দেওয়া এবং মনিটরিংয়ের দায়িত্ব পালন করব।’
নতুন বোর্ডের সদস্য ইক্যাব সহসভাপতি সাহাব উদ্দিন শিপন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মূলত আজ (বৃহস্পতিবার) পরিচয়পর্বটা সেরেছি। বোর্ডের দুই সদস্য শামীমা নাসরিনের মা এবং বোনের স্বামী উপস্থিত ছিলেন।’
নতুন বোর্ডকে দায়িত্ব বুঝিয়ে দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন মাহবুব কবীর মিলন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা একটি কথা বলতে পারি যে ব্যবসাটি চলার মতো অবস্থায় এসেছে বলেই নতুন বোর্ড অনুমোদন দেওয়া হয়েছে। আজ নতুন বোর্ডকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাব। তার মানে ব্যবসা চলার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ইতিমধ্যেই নতুন পরিচালকদের বেশ কিছু পরামর্শ দিয়েছি। আগের ইভ্যালি ও বর্তমান ইভ্যালির মধ্যে বিস্তর ফারাক থাকবে যদি তারা যথাযথভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারেন।’
নতুন বোর্ড দায়িত্ব নেওয়ায় ইভ্যালি কার্যালয়ের সামনে বিজয় মিছিল করে প্রতিষ্ঠানটির গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের সংগঠন ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমারস কোঅর্ডিনেশন্স কমিটি। কমিটির সমন্বয়ক নাসির উদ্দিন বলেন, ‘মোহাম্মদ রাসেল গ্রেপ্তার হওয়ার পর এক বছর পেরিয়ে গেছে। আমরা কোনো টাকা পাইনি। এবার নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। এখানে রাসেল সাহেবের পরিবারের সদস্যরা আছেন। তারা ইভ্যালি চালু করে আমাদের টাকা ফিরিয়ে দিতে পারবেন বলে বিশ্বাস আমাদের।’
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নতুন পরিচালনা বোর্ড দায়িত্ব গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কোম্পানির ধানমন্ডি কার্যালয়ে নতুন সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেন সদ্য বিদায়ী বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব কবীর মিলন। তবে এই দায়িত্ব গ্রহণ পর্বে অনুপস্থিত ছিলেন দুজন সদস্য। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ায় ইভ্যালি কার্যালয়ের সামনে বিজয় মিছিল করে প্রতিষ্ঠানটির গ্রাহক ও পণ্য সরবরাহকারীরা।
অনুপস্থিত ছিলেন কোম্পানির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি উপসচিব কাজী কামরুন নাহার। আদালতে শুনানি থাকায় শামীমা নাসরিন উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন মাহবুব কবীর মিলন।
মাহবুব কবীর মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নতুন বোর্ডকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। শামীমা নাসরিন আদালতে শুনানি থাকায় আসতে পারেননি। শুনানি শেষে আসবেন হয়তো।’ তিনি জানান, নতুন পরিচালনা বোর্ড বিনিয়োগ আনতে পারলে ইভ্যালি ঘুরে দাঁড়াতে পারবে। গ্রাহক মার্চেন্ট সবাইকেই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
বোর্ডে যারাই থাকুক না কেন ভবিষ্যতে ইভ্যালি আদালতের পর্যবেক্ষণে চলবে বলে জানান মাহবুব কবীর মিলন। তিনি বলেন, ‘আদালত দেখবে। আমরাও প্রচ্ছন্নভাবে দিকনির্দেশনা দেওয়া এবং মনিটরিংয়ের দায়িত্ব পালন করব।’
নতুন বোর্ডের সদস্য ইক্যাব সহসভাপতি সাহাব উদ্দিন শিপন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মূলত আজ (বৃহস্পতিবার) পরিচয়পর্বটা সেরেছি। বোর্ডের দুই সদস্য শামীমা নাসরিনের মা এবং বোনের স্বামী উপস্থিত ছিলেন।’
নতুন বোর্ডকে দায়িত্ব বুঝিয়ে দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন মাহবুব কবীর মিলন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা একটি কথা বলতে পারি যে ব্যবসাটি চলার মতো অবস্থায় এসেছে বলেই নতুন বোর্ড অনুমোদন দেওয়া হয়েছে। আজ নতুন বোর্ডকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাব। তার মানে ব্যবসা চলার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ইতিমধ্যেই নতুন পরিচালকদের বেশ কিছু পরামর্শ দিয়েছি। আগের ইভ্যালি ও বর্তমান ইভ্যালির মধ্যে বিস্তর ফারাক থাকবে যদি তারা যথাযথভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারেন।’
নতুন বোর্ড দায়িত্ব নেওয়ায় ইভ্যালি কার্যালয়ের সামনে বিজয় মিছিল করে প্রতিষ্ঠানটির গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের সংগঠন ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমারস কোঅর্ডিনেশন্স কমিটি। কমিটির সমন্বয়ক নাসির উদ্দিন বলেন, ‘মোহাম্মদ রাসেল গ্রেপ্তার হওয়ার পর এক বছর পেরিয়ে গেছে। আমরা কোনো টাকা পাইনি। এবার নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। এখানে রাসেল সাহেবের পরিবারের সদস্যরা আছেন। তারা ইভ্যালি চালু করে আমাদের টাকা ফিরিয়ে দিতে পারবেন বলে বিশ্বাস আমাদের।’
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
৫ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১৩ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১৬ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৪২ মিনিট আগে