Ajker Patrika

রামপুরায় ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২২: ৫৮
রামপুরায় ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

রাজধানীর রামপুরায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম হাফিজুর রহমান (১৮)। এতে আহত হয়েছে আকাশ আহমেদ (১৭) নামের আরেক শিক্ষার্থী। 

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম রামপুরা ওয়াবদা রোড জাহাজ বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে হাফিজকে মৃত ঘোষণা করেন। 

নিহত হাফিজ সিদ্ধেশ্বরী কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। 

আহত আকাশ বলে, সে নিজে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র, বাসা পশ্চিম রামপুরা ওয়াবদা রোড এলাকায়। দেশের বন্যাদুর্গতদের সহায়তার জন্য তারা ফান্ড কালেকশনের জন্য জাহাজ বিল্ডিং মাহমুদ ডেকোরেটরের সামনে বাক্স তৈরি করছিল। তখন হঠাৎ পাঁচ-ছয়জন এসে অতর্কিত তাদের ওপর আক্রমণ করে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন। 

তবে হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। 

নিহত হাফিজের চাচাতো ভাই মাহবুবুর রহমান বলেন, হাফিজদের বাসা পশ্চিম রামপুরা ওলন রোড এলাকায়। বাবার নাম মো. লুৎফর রহমান। হাফিজ সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। ৫ আগস্টের দিন হাজিপাড়া এলাকা থেকে কিছু পোলাপান আসে হাফিজের এক বন্ধুকে খুঁজতে। না পেয়ে হুমকি–ধমকি দিয়ে চলে যায়। ধারণা করা হচ্ছে, আজকে আবারও তারাই জাহাজ বিল্ডিং এলাকায় আসে এবং হাফিজসহ আকাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের নাম–পরিচয় জানতে পারিনি। তবে সেখানে সিসিটিভি ফুটেজ আছে। ফুটেজ দেখলে সবাইকে চেনা যাবে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাফিজের পা, কোমরসহ বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর আহত আকাশের পাঁজরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত