রাশেদ নিজাম, নারায়ণগঞ্জ থেকে
কাক ডাকা ভোরেরও আগে। আমরা, মানে সংবাদকর্মীরা যখন নারায়ণগঞ্জে এসেছি, তখনো জাগেনি প্রাচ্যের ড্যান্ডি। অথচ সায়েদাবাদ, যাত্রাবাড়ী, সাইনবোর্ড মোড়, লিংক রোড দিয়ে আসার সময় গণমাধ্যমের অনেক বাহন দেখলাম; সবাই ছুটছে একদিকে। মিশন নারায়ণগঞ্জ।
কেন এই জনপদ ঘিরে এত আগ্রহ? নির্বাচন তো কত জায়গায়ই হয়। একসময়ের সন্ত্রাসের জনপদ বলা হতো সে কারণে? ঢাকা লাগোয়া তাই? নাকি ওসমান-চুনকা পরিবারের দ্বৈরথ দেখতে? সকাল ৮টা থেকে ভোট উৎসবে কি মাততে পারবেন সোয়া ৫ লাখ ভোটার? সরাসরি এটা দেখার একটা সুপ্ত বাসনাও থাকতে পারে।
আজকের পত্রিকার একটা সিরিজ ভিজ্যুয়াল বিজ্ঞাপন আছে বিভাগজুড়ে। সেখানে ওই এলাকার কিছু বিখ্যাত স্থান, খাবার, ঐতিহ্য তুলে ধরে জিজ্ঞেস করা হয় আর কী আছে? কী আছে আর? তবে নারায়ণগঞ্জের বেলায় আসে কী নেই এখানে?
প্রতাপশালী ওসমান পরিবারের সঙ্গে লড়াই করে টিকে থাকা সেলিনা হায়াৎ আইভী আছেন, বিএনপির পদ হারানো জ্যেষ্ঠ নেতা তৈমুর আলম খন্দকার আছেন। আছেন ভোটে না থেকেও সবচেয়ে আলোচনায় থাকা শামীম ওসমান। আছে ১৪৮ কাউন্সিলর, আর ৩৪ সংরক্ষিত কাউন্সিলরের জমানো স্বপ্ন। আছে লিংক রোড থেকে অপহরণ হওয়া নানা গল্প। সাত খুন, নূর হোসেন, ত্বকী হত্যা, ২০১৮ সালে আজকের দিনের সেই ভয়াবহ হকার-শ্রমিক সংঘর্ষ; গোলাগুলি, আগুন, ভাঙচুর।
মানুষ সব ভুলে যায়, কিন্তু সময় মনে রাখে। নাসিক নির্বাচনে আজ নানা ঘটনা ঘটবে, কথা হবে, কথার পিঠেও কথা হবে। থেকে যাবে এই ভোটের দিনের ইতিহাস। সব ছাপিয়ে পরিবর্তন না প্রত্যাবর্তন, তা-ই এখন দেখার অপেক্ষা। ভোটের জয় হোক।
কাক ডাকা ভোরেরও আগে। আমরা, মানে সংবাদকর্মীরা যখন নারায়ণগঞ্জে এসেছি, তখনো জাগেনি প্রাচ্যের ড্যান্ডি। অথচ সায়েদাবাদ, যাত্রাবাড়ী, সাইনবোর্ড মোড়, লিংক রোড দিয়ে আসার সময় গণমাধ্যমের অনেক বাহন দেখলাম; সবাই ছুটছে একদিকে। মিশন নারায়ণগঞ্জ।
কেন এই জনপদ ঘিরে এত আগ্রহ? নির্বাচন তো কত জায়গায়ই হয়। একসময়ের সন্ত্রাসের জনপদ বলা হতো সে কারণে? ঢাকা লাগোয়া তাই? নাকি ওসমান-চুনকা পরিবারের দ্বৈরথ দেখতে? সকাল ৮টা থেকে ভোট উৎসবে কি মাততে পারবেন সোয়া ৫ লাখ ভোটার? সরাসরি এটা দেখার একটা সুপ্ত বাসনাও থাকতে পারে।
আজকের পত্রিকার একটা সিরিজ ভিজ্যুয়াল বিজ্ঞাপন আছে বিভাগজুড়ে। সেখানে ওই এলাকার কিছু বিখ্যাত স্থান, খাবার, ঐতিহ্য তুলে ধরে জিজ্ঞেস করা হয় আর কী আছে? কী আছে আর? তবে নারায়ণগঞ্জের বেলায় আসে কী নেই এখানে?
প্রতাপশালী ওসমান পরিবারের সঙ্গে লড়াই করে টিকে থাকা সেলিনা হায়াৎ আইভী আছেন, বিএনপির পদ হারানো জ্যেষ্ঠ নেতা তৈমুর আলম খন্দকার আছেন। আছেন ভোটে না থেকেও সবচেয়ে আলোচনায় থাকা শামীম ওসমান। আছে ১৪৮ কাউন্সিলর, আর ৩৪ সংরক্ষিত কাউন্সিলরের জমানো স্বপ্ন। আছে লিংক রোড থেকে অপহরণ হওয়া নানা গল্প। সাত খুন, নূর হোসেন, ত্বকী হত্যা, ২০১৮ সালে আজকের দিনের সেই ভয়াবহ হকার-শ্রমিক সংঘর্ষ; গোলাগুলি, আগুন, ভাঙচুর।
মানুষ সব ভুলে যায়, কিন্তু সময় মনে রাখে। নাসিক নির্বাচনে আজ নানা ঘটনা ঘটবে, কথা হবে, কথার পিঠেও কথা হবে। থেকে যাবে এই ভোটের দিনের ইতিহাস। সব ছাপিয়ে পরিবর্তন না প্রত্যাবর্তন, তা-ই এখন দেখার অপেক্ষা। ভোটের জয় হোক।
ঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
৩ মিনিট আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৮ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৮ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
২১ মিনিট আগে