রাশেদ নিজাম, নারায়ণগঞ্জ থেকে
কাক ডাকা ভোরেরও আগে। আমরা, মানে সংবাদকর্মীরা যখন নারায়ণগঞ্জে এসেছি, তখনো জাগেনি প্রাচ্যের ড্যান্ডি। অথচ সায়েদাবাদ, যাত্রাবাড়ী, সাইনবোর্ড মোড়, লিংক রোড দিয়ে আসার সময় গণমাধ্যমের অনেক বাহন দেখলাম; সবাই ছুটছে একদিকে। মিশন নারায়ণগঞ্জ।
কেন এই জনপদ ঘিরে এত আগ্রহ? নির্বাচন তো কত জায়গায়ই হয়। একসময়ের সন্ত্রাসের জনপদ বলা হতো সে কারণে? ঢাকা লাগোয়া তাই? নাকি ওসমান-চুনকা পরিবারের দ্বৈরথ দেখতে? সকাল ৮টা থেকে ভোট উৎসবে কি মাততে পারবেন সোয়া ৫ লাখ ভোটার? সরাসরি এটা দেখার একটা সুপ্ত বাসনাও থাকতে পারে।
আজকের পত্রিকার একটা সিরিজ ভিজ্যুয়াল বিজ্ঞাপন আছে বিভাগজুড়ে। সেখানে ওই এলাকার কিছু বিখ্যাত স্থান, খাবার, ঐতিহ্য তুলে ধরে জিজ্ঞেস করা হয় আর কী আছে? কী আছে আর? তবে নারায়ণগঞ্জের বেলায় আসে কী নেই এখানে?
প্রতাপশালী ওসমান পরিবারের সঙ্গে লড়াই করে টিকে থাকা সেলিনা হায়াৎ আইভী আছেন, বিএনপির পদ হারানো জ্যেষ্ঠ নেতা তৈমুর আলম খন্দকার আছেন। আছেন ভোটে না থেকেও সবচেয়ে আলোচনায় থাকা শামীম ওসমান। আছে ১৪৮ কাউন্সিলর, আর ৩৪ সংরক্ষিত কাউন্সিলরের জমানো স্বপ্ন। আছে লিংক রোড থেকে অপহরণ হওয়া নানা গল্প। সাত খুন, নূর হোসেন, ত্বকী হত্যা, ২০১৮ সালে আজকের দিনের সেই ভয়াবহ হকার-শ্রমিক সংঘর্ষ; গোলাগুলি, আগুন, ভাঙচুর।
মানুষ সব ভুলে যায়, কিন্তু সময় মনে রাখে। নাসিক নির্বাচনে আজ নানা ঘটনা ঘটবে, কথা হবে, কথার পিঠেও কথা হবে। থেকে যাবে এই ভোটের দিনের ইতিহাস। সব ছাপিয়ে পরিবর্তন না প্রত্যাবর্তন, তা-ই এখন দেখার অপেক্ষা। ভোটের জয় হোক।
কাক ডাকা ভোরেরও আগে। আমরা, মানে সংবাদকর্মীরা যখন নারায়ণগঞ্জে এসেছি, তখনো জাগেনি প্রাচ্যের ড্যান্ডি। অথচ সায়েদাবাদ, যাত্রাবাড়ী, সাইনবোর্ড মোড়, লিংক রোড দিয়ে আসার সময় গণমাধ্যমের অনেক বাহন দেখলাম; সবাই ছুটছে একদিকে। মিশন নারায়ণগঞ্জ।
কেন এই জনপদ ঘিরে এত আগ্রহ? নির্বাচন তো কত জায়গায়ই হয়। একসময়ের সন্ত্রাসের জনপদ বলা হতো সে কারণে? ঢাকা লাগোয়া তাই? নাকি ওসমান-চুনকা পরিবারের দ্বৈরথ দেখতে? সকাল ৮টা থেকে ভোট উৎসবে কি মাততে পারবেন সোয়া ৫ লাখ ভোটার? সরাসরি এটা দেখার একটা সুপ্ত বাসনাও থাকতে পারে।
আজকের পত্রিকার একটা সিরিজ ভিজ্যুয়াল বিজ্ঞাপন আছে বিভাগজুড়ে। সেখানে ওই এলাকার কিছু বিখ্যাত স্থান, খাবার, ঐতিহ্য তুলে ধরে জিজ্ঞেস করা হয় আর কী আছে? কী আছে আর? তবে নারায়ণগঞ্জের বেলায় আসে কী নেই এখানে?
প্রতাপশালী ওসমান পরিবারের সঙ্গে লড়াই করে টিকে থাকা সেলিনা হায়াৎ আইভী আছেন, বিএনপির পদ হারানো জ্যেষ্ঠ নেতা তৈমুর আলম খন্দকার আছেন। আছেন ভোটে না থেকেও সবচেয়ে আলোচনায় থাকা শামীম ওসমান। আছে ১৪৮ কাউন্সিলর, আর ৩৪ সংরক্ষিত কাউন্সিলরের জমানো স্বপ্ন। আছে লিংক রোড থেকে অপহরণ হওয়া নানা গল্প। সাত খুন, নূর হোসেন, ত্বকী হত্যা, ২০১৮ সালে আজকের দিনের সেই ভয়াবহ হকার-শ্রমিক সংঘর্ষ; গোলাগুলি, আগুন, ভাঙচুর।
মানুষ সব ভুলে যায়, কিন্তু সময় মনে রাখে। নাসিক নির্বাচনে আজ নানা ঘটনা ঘটবে, কথা হবে, কথার পিঠেও কথা হবে। থেকে যাবে এই ভোটের দিনের ইতিহাস। সব ছাপিয়ে পরিবর্তন না প্রত্যাবর্তন, তা-ই এখন দেখার অপেক্ষা। ভোটের জয় হোক।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৭ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে