Ajker Patrika

ট্রেনে কাটা পড়ে বিআইডব্লিউটিএর সাবেক কর্মচারীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৪: ২৫
ট্রেনে কাটা পড়ে বিআইডব্লিউটিএর সাবেক কর্মচারীর মৃত্যু

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে বিআইডব্লিউটিএর সাবেক এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে সদর উপজেলার ইসদাইরে এ ঘটনা ঘটে। 

মৃত আব্দুস সোবহান (৬৫) বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের টোল কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার পাচরঙ্গী গ্রামের মৃত রুসমত আলীর ছেলে। নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন। 

নিহত সোবহান কুমিল্লা জেলার দেবীদ্বার থানার পাচরঙ্গী গ্রামের মৃত রুসমত আলীর ছেলে। নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন। 

নিহতের ছোট ছেলে তানভীর হোসেন বলেন, ‘সকালে বাবা প্রতিদিনের মতো ইসদাইর রেললাইন এলাকায় হাঁটতে বের হন। কিন্তু আজকে দীর্ঘ সময় পরেও বাড়ি ফিরে না আসায় এবং মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাঁকে খুঁজতে বের হই। পরে জানতে পারি এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন। নারায়ণগঞ্জ রেলস্টেশনে এসে বাবার লাশ শনাক্ত করি।’ 

আত্মহত্যা করেছে কি না—এমন প্রশ্নে বলেন, ‘আমার বাবার কোনো শত্রু ছিল না এবং আত্মহত্যা করার মতোও কোনো কারণ ছিল না। কোনো কারণে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হতে পারে।’ 
 
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোখলেছুর রহমান বলেন, নিহত ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন। ট্রেনটি হুইসেল দিয়ে আসছিল এবং আশপাশের লোকজনও তাঁকে দূর থেকে চিৎকার করে সতর্ক করার চেষ্টা করেছিলেন। কিন্তু ওই ব্যক্তি অন্যমনস্ক থাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান। পরিবার বিনা ময়নাতদন্তে লাশ চেয়েছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত