Ajker Patrika

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৪: ৪২
ঢামেকে কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক বন্দী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেন। পরে চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 
মৃত আসামির নাম লিটন শেখ (৩৫)। তিনি মাদক মামলার আসামি হিসেবে কারাবন্দী ছিলেন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

কারা সূত্রে জানা গেছে, লিটন শেখের বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কানাপট্টি শাপলা নগর এলাকায়। তাঁর বাবার নাম মৃত আমজাদ শেখ। লিটনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছিল। তাঁর হাজতি নম্বর ২৩৬৭০/ ২৩। 

ঢাকা মেডিকেলে দায়িত্বরত কারারক্ষী মো. আল আমিন আজকের পত্রিকাকে জানান, সকালে কারাগারে ওই আসামি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন কারা চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢামেকে নিয়ে এলে তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত