Ajker Patrika

ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ 

প্রতিনিধি, ঢামেক
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১: ২৩
ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ 

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যুবক। আহতরা হলেন সুমন মিয়া (২৭), সুমন (২৮) ও অভিন (২৯)। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে রাত দেড়টার দিকে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। 

তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সোহেলের বন্ধু রাসেল আহমেদ জানান, সোহেলের বাবার নাম মো. আজাদ। ডেমরার সানারপাড়ে থাকেন সোহেল। এক মেয়ের জনক তিনি। সানারপাড় বাসস্ট্যান্ডে সুপারশপ রয়েছে তাঁর। 

রাসেল বলেন, আজ সোহেলের ছোট ভাই পাভেলের বিয়ের অনুষ্ঠান ছিল। সানারপাড়ে সেই বিয়ের অনুষ্ঠান শেষ করে ১০-১২ জন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। কোনাপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল ছিটকে পড়ে যায়। এতে এক মোটরসাইকেলে থাকা তিনজন এবং আরেক মোটরসাইকেলে থাকা একজন গুরুতর আহত হন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সোহেলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ডেমরা থানার পুলিশকে জানানো হয়েছে। 

ডেমরা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে ডিউটি অফিসার (এসআই) মো. হানিফ বলেন, ঘটনাটি হাসপাতাল থেকে জেনেছি। ঘটনাস্থল আমাদের থানা নাকি সবুজবাগ থানায় পড়েছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত