Ajker Patrika

বিমানবন্দরে হোটেলে লোক তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০০: ০৮
বিমানবন্দরে হোটেলে লোক তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭ 

রাজধানীর বিমানবন্দরে হোটেলে যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিমানবন্দর গোলচক্করের বাবুস সালাম জামে মসজিদ ভবনের আল আমিন হোটেল ও এয়ারপোর্ট হোটেলের কর্মচারী ও মালিকদের মধ্যে এ সংঘর্ষ হয়। আজ বুধবার দুপুর থেকে রাত ৮টার পর্যন্ত তিন দফায় এ মারামারিতে অন্তত ৭ জন আহত হয়েছেন। 

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর আড়াইটার দিকে আল আমিন হোটেলের কর্মচারীরা হোটেলে থাকার জন্য বিদেশগামী এক যাত্রীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় ওই যাত্রী এয়ারপোর্ট হোটেলের কর্মচারী শহিদুললে ডাক দিলে সে সেখানে যায়। এক হোটেলের লোকজন যাত্রীর সঙ্গে কথা বলার সময় আরেক হোটেলের কর্মচারী গেল কেন, এ নিয়ে দ্বন্দ্বে প্রথম দফায় শহিদুলকে মারধরের ঘটনা ঘটে। এ মারধরকে কেন্দ্র করে সন্ধ্যা ৬টা, পৌনে ৭টা ও ৮টার দিকে দুই গ্রুপের মারামারি হয়। 

এতে এয়ারপোর্ট হোটেলের মালিক মনির হোসেন, কাকন দাদ, শহিদুল ও সাকিব এবং আল আমিন রেস্তোরাঁর কর্মচারী হেলাল, হাসান ও তাহের আহত হয়েছেন। আহতদের মধ্যে মনির হোসেন, কাকন ও সাকিবসহ চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আল আমিন হোটেলের মালিক শেখ ফজলুল হক নান্নুর ছেলে হৃদয় আজকের পত্রিকাকে বলেন, এয়ারপোর্ট হোটেলের লোকজন বহিরাগত লোকজন নিয়ে আমাদের রেস্তোরাঁয় হামলা চালিয়েছে। এ সময় তাঁদের মধ্যে নিজেরা নিজেরাই আহত হয়েছেন। 

এয়ারপোর্ট হোটেলের কর্মচারী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, আমাদের হোটেলের কর্মচারীকে মারধরের কারণ জানতে গেলে হোটেলের মালিকসহ কয়েকজনকে দফায় দফায় মারধর করেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আজকের পত্রিকাকে বলেন, 'আল আমিন রেস্তোরাঁয় আগে থেকেই লোকজন ওত পেতে ছিল। এয়ারপোর্ট হোটেলের লোকজন যখন জিজ্ঞাসা করতে এসেছিল, তখন ওত পেতে থাকা লোকজন তাঁদের ওপর হামলা চালিয়েছে।' 

এ বিষয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'যাত্রী নিয়ে দুই হোটেলের মালিক কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানতে পেরেছি।' 

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এখন পর্যন্ত কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি বলেও উল্লেখ করেন এসআই শফিকুল ইসলাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত