Ajker Patrika

দুর্নীতিবাজদের কালো হাত ভেঙে দিতে হবে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতিবাজদের কালো হাত ভেঙে দিতে হবে: হাইকোর্ট

হাইকোর্ট বলেছেন, দুর্নীতিবাজদের কালো হাত ভেঙে দিতে হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে খুবই কঠোর। দুর্নীতি হালকাভাবে দেখার সুযোগ নেই। ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৪ কোটি টাকা লুটের ঘটনায় কর্মকর্তা রিফাতুল হকের জামিন শুনানিকালে আজ সোমবার হাইকোর্ট এসব কথা বলেন।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চে এ শুনানি হয়। আদালত জামিন না দিয়ে এই সংক্রান্ত রুল খারিজ করে দেন। 

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা লোপাটের ঘটনায় ব্যাংকটির দুই কর্মকর্তাকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার পর রিফাতুল হক এবং এমরান আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। 

শুনানিতে ব্যাংকের ভল্টের টাকা কীভাবে উধাও হলো-এমন প্রশ্ন তুলে আদালত বলে, ব্যাংকের ভল্টে রাখা টাকা যায় কীভাবে। তাদের ধরতে হবে। ব্যাংককে কঠোর হতে হবে। এসময় রিফাতুল হকের আইনজীবী বলেন, তার কাছে চাবি ছিলনা। চাবি ম্যানেজারের কাছে ছিল। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ঢাকা ব্যাংকের ওই ঘটনা মিডিয়াতেও এসেছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, রিফাতুল নিজে স্বীকার করেছে সে লোভের বশবর্তী হয়ে এই টাকা সরিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত