Ajker Patrika

কেরানীগঞ্জে ৫ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি, কেরানীগঞ্জ (ঢাকা)
কেরানীগঞ্জে ৫ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে পৃথক তিনটি অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার ইকুরিয়া বেপারীপাড়া, পূর্ব চড়াইল ও দোলেশ্বর পূর্ব পাড়া এলাকায় এ অভিযান চলে। র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সালমান (২৬) ও মোঃ আহসান সেলিম (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তাঁদের কাছে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোটর সাইকেল, ৩ টি মোবাইল ফোন ও নগদ- ৪০০ টাকা পাওয়া যায়।

একই দিন দুপুরে র‌্যাব-১০ এর উক্ত দলটি কেরানীগঞ্জ মডেল থানাধীন কসাইভিটা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পূর্ব চড়াইল এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। এ অভিযানে ওয়াহিদা বেগম (৫০) ও মোঃ রুবেল হোসেন (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ১ কেজি ৪৩৫ গ্রাম গাঁজা, ২ টি মোবাইল ফোন ও নগদ- ১০০০ টাকা উদ্ধার করা হয়।

একই রাতে র‌্যাব-১০ এর আরেকটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর পূর্ব পাড়া এলাকায় একটি অভিযান চালিয়ে সোহেল (২০) নামের এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।এসময় তাঁর কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত