রাতুল মণ্ডল, শ্রীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন নান্দিয়া সাঙ্গুন গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলাম খসরু (৬৫)। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন তিনি।
তাঁর গর্ভধারিণী মা ছিলেন অসুস্থ। বিশ্ববিদ্যালয়জীবন শেষ করে লেগে পড়েন অসুস্থ মায়ের সেবায়। বহু বছর অসুস্থ মায়ের সেবা করেন তিনি। মায়ের গোসল, প্রস্রাব-পায়খানা পরিষ্কার থেকে খাওয়ানো—সবকিছু করেন নিজের হাতে। ২০১৭ সালে তাঁর মা মারা যান। মায়ের সেবা তাঁর মনে গভীর দাগ ফেলে। তিনি তাঁর গ্রামে অন্য অসুস্থ বাবা-মায়েদের কথাও ভাবতে শুরু করেন। মায়ের মৃত্যুর পর নজরুল ইসলাম নেমে পড়েন নিজের গ্রামের বয়স্ক বাবা-মায়েদের সেবায়। গ্রামের বিভিন্ন বাড়িতে থাকা হতদরিদ্র, বয়স্ক বাবা-মা যাঁরা বিছানায় প্রস্রাব-পায়খানা করেন, তাঁদের সেবা করা শুরু করেন তিনি। নিজ হাতে পরিষ্কার করেন তাঁদের পায়খানা-প্রস্রাব। বর্তমানে মা-বাবার সেবাকেন্দ্র নামে একটি চিকিৎসা সেবাকেন্দ্র পরিচালনা করেন নজরুল ইসলাম। ৫ হাজার স্বেচ্ছাসেবীকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বাবা-মায়েদের সেবা করতে ছুটে বেড়ান তিনি।
সরেজমিনে দেখা যায়, বিশ্ব মা দিবস উপলক্ষে আজ রোববার নান্দিয়া সাঙ্গুন গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মা বাবার সেবাকেন্দ্রে’ বিভিন্ন বয়সী রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করছেন। স্বেচ্ছাসেবীরা তাঁদের সহায়তা করছেন। সেবা নিয়ে হাসিমুখে বাড়ি ফিরছেন বিভিন্ন বয়সী রোগীরা।
নজরুল ইসলাম বলেন, ‘মা অসুস্থ হওয়ার পর থেকে বহু বছর তাঁর সেবা করেছি। মায়ের প্রস্রাব-পায়খানা নিজ হাতে পরিষ্কার করেছি। ২০১৭ সালে মা মারা যান। এরপর থেকে নিজেকে আত্মনিয়োগ করি বৃদ্ধ বাবা-মায়েদের সেবায়।’ অসুস্থ বৃদ্ধ বাবা-মা বিছানায় প্রস্রাব-পায়খানা করছেন—শুনলেই ছুটে যান সেখানে। নিজ হাতে সেসব পরিষ্কার থেকে শুরু করে অনেক অসুস্থ বাবা-মাকে সুস্থ করেন তিনি। নজরুল ইসলাম বলেন, ‘এ বছর ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, নাটোর, নেত্রকোনা, গফরগাঁও, নরসিংদী, শেরপুর, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ১০ হাজার বৃদ্ধ বাবা-মাকে সেবা দিয়েছি। তাঁদের মধ্যে অনেকে ঘরছাড়া ছিলেন। অনেকে খুব মানবেতর জীবনযাপন করতেন। তাঁদের আমরা চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করতে পেরেছি।’ তিনি জানান, নান্দিয়া সাঙ্গুন গ্রামের এক মা সখিনাকে ৯ বছর সেবা করে সুস্থ করছেন তিনি। এর মধ্য দিয়ে সন্তানদের বাবা-মায়েদের সেবার প্রতি আগ্রহী করে তুলতে চান। এতে কমে যাবে বয়স্ক পুনর্বাসনকেন্দ্রে বাবা-মায়ের সংখ্যা।
নজরুল ইসলাম জানান, তাঁর এই সেবা দেখে অনেক সন্তানের তাঁদের বাবা-মায়ের প্রতি সেবার আগ্রহ বেড়েছে কয়েক গুণ। তিনি এ পর্যন্ত অন্তত ৪০ হাজার বৃদ্ধ বাবা-মায়ের সেবা ও চিকিৎসার ব্যবস্থা করেছেন। তিনি বলেন, ‘আজ বিশ্ব মা দিবস উপলক্ষে কাওরাইদ ইউনিয়নের আমার বাড়িসংলগ্ন নান্দিয়া সাঙ্গুন প্রাথমিক বিদ্যালয়ে একটি ফ্রি চিকিৎসাসেবা কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত ২০ জন বিশেষজ্ঞ বিভিন্ন রোগীর চিকিৎসাসেবা দিয়েছেন। এখান থেকে বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে। দিনব্যাপী এই কার্যক্রমে ৩ হাজারের বেশি মানুষ চিকিৎসাসেবা পেয়েছে।’ নজরুল ইসলাম বলেন, ‘আমার নিজের উপার্জন আর বাবার রেখে যাওয়া সম্পদ—সবই এই অসুস্থ বাবা-মায়েদের পেছনে ব্যয় করছি।’
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ‘নজরুল ইসলাম বহু বছর ধরে বৃদ্ধ বাবা-মায়েদের সেবা করে আসছেন। তাঁর কাজের অনুপ্রেরণায় আমিও মায়ের সেবায় লেগেছি। তাঁর এই কাজ সমাজের অনেক পরিবর্তন এনেছে। তিনি আমাদের বর্তমান সমাজের জন্য উদাহরণ হয়ে থাকবেন।’
মাওনার আলহেরা হাসপাতালের ব্যবস্থাপক মো. আফজাল হোসেন বলেন, বাবা-মায়ের প্রতি ভালোবাসার একটি দৃষ্টান্ত নজরুল ইসলাম। তাঁর এই সেবা আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব মা দিবস উপলক্ষে বিনা মূল্যে সেবাদান কর্মসূচি দেওয়া হয়েছে। এতে মেডিসিন, গাইনি, শিশু, কিডনি, বক্ষব্যাধিসহ ২০ জন বিশেষজ্ঞ দ্বারা প্রায় ৩ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে বিনা মূল্যে ওষুধ।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, নজরুল ইসলাম যে কাজ করছেন, নিঃসন্দেহে তা বর্তমান সমাজের জন্য অনুকরণীয়। নজরুল ইসলামের এই মহৎ কাজ যাতে ভবিষ্যতেও অব্যাহত থাকে, তার জন্য সরকারের পক্ষে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন নান্দিয়া সাঙ্গুন গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলাম খসরু (৬৫)। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন তিনি।
তাঁর গর্ভধারিণী মা ছিলেন অসুস্থ। বিশ্ববিদ্যালয়জীবন শেষ করে লেগে পড়েন অসুস্থ মায়ের সেবায়। বহু বছর অসুস্থ মায়ের সেবা করেন তিনি। মায়ের গোসল, প্রস্রাব-পায়খানা পরিষ্কার থেকে খাওয়ানো—সবকিছু করেন নিজের হাতে। ২০১৭ সালে তাঁর মা মারা যান। মায়ের সেবা তাঁর মনে গভীর দাগ ফেলে। তিনি তাঁর গ্রামে অন্য অসুস্থ বাবা-মায়েদের কথাও ভাবতে শুরু করেন। মায়ের মৃত্যুর পর নজরুল ইসলাম নেমে পড়েন নিজের গ্রামের বয়স্ক বাবা-মায়েদের সেবায়। গ্রামের বিভিন্ন বাড়িতে থাকা হতদরিদ্র, বয়স্ক বাবা-মা যাঁরা বিছানায় প্রস্রাব-পায়খানা করেন, তাঁদের সেবা করা শুরু করেন তিনি। নিজ হাতে পরিষ্কার করেন তাঁদের পায়খানা-প্রস্রাব। বর্তমানে মা-বাবার সেবাকেন্দ্র নামে একটি চিকিৎসা সেবাকেন্দ্র পরিচালনা করেন নজরুল ইসলাম। ৫ হাজার স্বেচ্ছাসেবীকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বাবা-মায়েদের সেবা করতে ছুটে বেড়ান তিনি।
সরেজমিনে দেখা যায়, বিশ্ব মা দিবস উপলক্ষে আজ রোববার নান্দিয়া সাঙ্গুন গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মা বাবার সেবাকেন্দ্রে’ বিভিন্ন বয়সী রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করছেন। স্বেচ্ছাসেবীরা তাঁদের সহায়তা করছেন। সেবা নিয়ে হাসিমুখে বাড়ি ফিরছেন বিভিন্ন বয়সী রোগীরা।
নজরুল ইসলাম বলেন, ‘মা অসুস্থ হওয়ার পর থেকে বহু বছর তাঁর সেবা করেছি। মায়ের প্রস্রাব-পায়খানা নিজ হাতে পরিষ্কার করেছি। ২০১৭ সালে মা মারা যান। এরপর থেকে নিজেকে আত্মনিয়োগ করি বৃদ্ধ বাবা-মায়েদের সেবায়।’ অসুস্থ বৃদ্ধ বাবা-মা বিছানায় প্রস্রাব-পায়খানা করছেন—শুনলেই ছুটে যান সেখানে। নিজ হাতে সেসব পরিষ্কার থেকে শুরু করে অনেক অসুস্থ বাবা-মাকে সুস্থ করেন তিনি। নজরুল ইসলাম বলেন, ‘এ বছর ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, নাটোর, নেত্রকোনা, গফরগাঁও, নরসিংদী, শেরপুর, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ১০ হাজার বৃদ্ধ বাবা-মাকে সেবা দিয়েছি। তাঁদের মধ্যে অনেকে ঘরছাড়া ছিলেন। অনেকে খুব মানবেতর জীবনযাপন করতেন। তাঁদের আমরা চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করতে পেরেছি।’ তিনি জানান, নান্দিয়া সাঙ্গুন গ্রামের এক মা সখিনাকে ৯ বছর সেবা করে সুস্থ করছেন তিনি। এর মধ্য দিয়ে সন্তানদের বাবা-মায়েদের সেবার প্রতি আগ্রহী করে তুলতে চান। এতে কমে যাবে বয়স্ক পুনর্বাসনকেন্দ্রে বাবা-মায়ের সংখ্যা।
নজরুল ইসলাম জানান, তাঁর এই সেবা দেখে অনেক সন্তানের তাঁদের বাবা-মায়ের প্রতি সেবার আগ্রহ বেড়েছে কয়েক গুণ। তিনি এ পর্যন্ত অন্তত ৪০ হাজার বৃদ্ধ বাবা-মায়ের সেবা ও চিকিৎসার ব্যবস্থা করেছেন। তিনি বলেন, ‘আজ বিশ্ব মা দিবস উপলক্ষে কাওরাইদ ইউনিয়নের আমার বাড়িসংলগ্ন নান্দিয়া সাঙ্গুন প্রাথমিক বিদ্যালয়ে একটি ফ্রি চিকিৎসাসেবা কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত ২০ জন বিশেষজ্ঞ বিভিন্ন রোগীর চিকিৎসাসেবা দিয়েছেন। এখান থেকে বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে। দিনব্যাপী এই কার্যক্রমে ৩ হাজারের বেশি মানুষ চিকিৎসাসেবা পেয়েছে।’ নজরুল ইসলাম বলেন, ‘আমার নিজের উপার্জন আর বাবার রেখে যাওয়া সম্পদ—সবই এই অসুস্থ বাবা-মায়েদের পেছনে ব্যয় করছি।’
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ‘নজরুল ইসলাম বহু বছর ধরে বৃদ্ধ বাবা-মায়েদের সেবা করে আসছেন। তাঁর কাজের অনুপ্রেরণায় আমিও মায়ের সেবায় লেগেছি। তাঁর এই কাজ সমাজের অনেক পরিবর্তন এনেছে। তিনি আমাদের বর্তমান সমাজের জন্য উদাহরণ হয়ে থাকবেন।’
মাওনার আলহেরা হাসপাতালের ব্যবস্থাপক মো. আফজাল হোসেন বলেন, বাবা-মায়ের প্রতি ভালোবাসার একটি দৃষ্টান্ত নজরুল ইসলাম। তাঁর এই সেবা আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব মা দিবস উপলক্ষে বিনা মূল্যে সেবাদান কর্মসূচি দেওয়া হয়েছে। এতে মেডিসিন, গাইনি, শিশু, কিডনি, বক্ষব্যাধিসহ ২০ জন বিশেষজ্ঞ দ্বারা প্রায় ৩ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে বিনা মূল্যে ওষুধ।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, নজরুল ইসলাম যে কাজ করছেন, নিঃসন্দেহে তা বর্তমান সমাজের জন্য অনুকরণীয়। নজরুল ইসলামের এই মহৎ কাজ যাতে ভবিষ্যতেও অব্যাহত থাকে, তার জন্য সরকারের পক্ষে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে।
প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন শিউলি সুলতানা। গর্বের এই পদকটি বাবার হাতে তুলে দিতে চেয়েছিলেন তিনি। আর এ আনন্দ নিয়ে গতকাল রোববার রাতে ঢাকা থেকে গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলায় ফিরছিলেন। কিন্তু রাত ১০টার দিকে খবর পান তাঁর ৮৫ বছর বয়সী বাবা আব্বাস আলী আর বেঁচে নেই।
১৪ মিনিট আগেবিভিন্ন দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচি ইত্যাদির নামে রাজধানীতে সম্প্রতি যখন-তখন সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে...
২৫ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত দুজন হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের উসমানপুর গ্রামের আবু সিদ্দিক (৪০) ও তাঁর ভাই আবু তাহের (৩৬)। গতকাল রোববার দুপুরে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ...
১ ঘণ্টা আগেঝিনাইদহের মহেশপুরে চোরাচালান নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর পায়ে দুটি গুলি লেগেছে। উপজেলার পল্লাটিপাড়া গ্রামে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইব্রাহিম হোসেন...
১ ঘণ্টা আগে