নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা শ্রম আইন লঙ্ঘন মামলার যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার শ্রম আদালত-৩ এ শুনানি শুরু হয়। ড. ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন আইনজীবী সৈয়দ হায়দার আলী ও খুরশীদ আলম খান। পরে বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা আগামী ২০ নভেম্বর যুক্তিতর্ক শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
ড. ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, শুনানি শেষ না হওয়ায় আদালত পরবর্তী তারিখ ধার্য করেছেন। ওইদিন ড. ইউনুসসহ চারজনের পক্ষে তিনি শুনানি করবেন।
এর আগে ৯ নভেম্বর লিখিতভাবে আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। তার আগে গত ৬ নভেম্বর শ্রম আইন লঙ্ঘনের এই মামলায় সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন এই আদালত। তাঁদের বিরুদ্ধে চারজন সাক্ষ্য দেন। ড. ইউনুসসহ চারজনই আদালতে উপস্থিত ছিলেন।
গত ৬ জুন এই মামলায় চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনকে চ্যালেঞ্জ করে ড. ইউনুসের পক্ষে হাইকোর্টে আবেদন জানালে হাইকোর্ট ওই আবেদন খারিজ করেন। পরে আপিল বিভাগও হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চার জনের নামে এ মামলা করেন। অভিযোগ গঠনের পর এই মামলা বাতিলের জন্য ড. ইউনুস হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট ওই আবেদন খারিজ করার পর আপিল বিভাগে গেলেও হাইকোর্টের নির্দেশ বহাল থাকে। পরে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
ড. ইউনূস ছাড়াও এ মামলার অপর তিন আসামি হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা শ্রম আইন লঙ্ঘন মামলার যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার শ্রম আদালত-৩ এ শুনানি শুরু হয়। ড. ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন আইনজীবী সৈয়দ হায়দার আলী ও খুরশীদ আলম খান। পরে বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা আগামী ২০ নভেম্বর যুক্তিতর্ক শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
ড. ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, শুনানি শেষ না হওয়ায় আদালত পরবর্তী তারিখ ধার্য করেছেন। ওইদিন ড. ইউনুসসহ চারজনের পক্ষে তিনি শুনানি করবেন।
এর আগে ৯ নভেম্বর লিখিতভাবে আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। তার আগে গত ৬ নভেম্বর শ্রম আইন লঙ্ঘনের এই মামলায় সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন এই আদালত। তাঁদের বিরুদ্ধে চারজন সাক্ষ্য দেন। ড. ইউনুসসহ চারজনই আদালতে উপস্থিত ছিলেন।
গত ৬ জুন এই মামলায় চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনকে চ্যালেঞ্জ করে ড. ইউনুসের পক্ষে হাইকোর্টে আবেদন জানালে হাইকোর্ট ওই আবেদন খারিজ করেন। পরে আপিল বিভাগও হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চার জনের নামে এ মামলা করেন। অভিযোগ গঠনের পর এই মামলা বাতিলের জন্য ড. ইউনুস হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট ওই আবেদন খারিজ করার পর আপিল বিভাগে গেলেও হাইকোর্টের নির্দেশ বহাল থাকে। পরে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
ড. ইউনূস ছাড়াও এ মামলার অপর তিন আসামি হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
২ মিনিট আগেযশোরের অভয়নগরে বিলের মধ্যে সড়কের পাশে অটো ভ্যানের এক চালকের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন জায়গায় নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম লিমন শেখ (২৫)। তিনি নওয়াপাড়া পৌর শহরের বুইকরা এলাকার কাসেম শেখের ছেলে।
৬ মিনিট আগেগত শনিবার (৯ আগস্ট) বিকেলে দিনেশ বেসরার খালাতো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে পূর্ব জয়দেবপুর গ্রামে যায় শিশু লিলিসা। ওই দিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠানে থাকা অবস্থায় প্রতিবেশী ইলিজাস মার্ডি (প্রধান আসামি) শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যান।
৮ মিনিট আগে