Ajker Patrika

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ

প্রতিনিধি, সাভার
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সিঙ্গারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ করা হয়েছে মহাসড়কটি। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

আজ সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী ও আরিচাগামী লেনের সাভারের জোড়পুল এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঢাকা জেলা ট্রাফিক বিভাগ উত্তরের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. আব্দুস সালাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ঢাকা-আরিচা হাইওয়ের যে পাশে সিঙ্গারের গোডাউনটিতে আগুন লেগেছে সে পাশে পানির উৎস নেই। তাই মহাসড়কের অপর পাশ থেকে পানি নিয়ে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। তাঁদের কাজে যাতে ব্যাঘাত না ঘটে এ কারণে মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। 

এদিকে অগ্নিকাণ্ডের ৩ ঘণ্টা পেরোলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। সাভারসহ আশপাশ থেকে বিভিন্ন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এখন অগ্নিনির্বাপণের চেষ্টা করছে। 

এ ব্যাপারে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, সকাল সাড়ে ৮টায় সিঙ্গার কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাই আমরা। এখন ১২টি ইউনিট কাজ করছে। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসবে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। এ পর্যন্ত কোন হতাহতের খবর আমরা পাইনি। 

সিঙ্গারের মূল কারখানা থেকে গোডাউনের দূরত্ব প্রায় ৫০০ মিটার। অগ্নিকাণ্ডের পর থেকেই সেখানে শিল্প পুলিশ এবং থানা-পুলিশ রয়েছে। আগুন দেখতে ভিড় করেছে উৎসুক জনতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত