প্রতিনিধি, সাভার
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সিঙ্গারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ করা হয়েছে মহাসড়কটি। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আজ সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী ও আরিচাগামী লেনের সাভারের জোড়পুল এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঢাকা জেলা ট্রাফিক বিভাগ উত্তরের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. আব্দুস সালাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঢাকা-আরিচা হাইওয়ের যে পাশে সিঙ্গারের গোডাউনটিতে আগুন লেগেছে সে পাশে পানির উৎস নেই। তাই মহাসড়কের অপর পাশ থেকে পানি নিয়ে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। তাঁদের কাজে যাতে ব্যাঘাত না ঘটে এ কারণে মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের ৩ ঘণ্টা পেরোলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। সাভারসহ আশপাশ থেকে বিভিন্ন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এখন অগ্নিনির্বাপণের চেষ্টা করছে।
এ ব্যাপারে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, সকাল সাড়ে ৮টায় সিঙ্গার কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাই আমরা। এখন ১২টি ইউনিট কাজ করছে। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসবে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। এ পর্যন্ত কোন হতাহতের খবর আমরা পাইনি।
সিঙ্গারের মূল কারখানা থেকে গোডাউনের দূরত্ব প্রায় ৫০০ মিটার। অগ্নিকাণ্ডের পর থেকেই সেখানে শিল্প পুলিশ এবং থানা-পুলিশ রয়েছে। আগুন দেখতে ভিড় করেছে উৎসুক জনতা।
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সিঙ্গারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ করা হয়েছে মহাসড়কটি। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আজ সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী ও আরিচাগামী লেনের সাভারের জোড়পুল এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঢাকা জেলা ট্রাফিক বিভাগ উত্তরের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. আব্দুস সালাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঢাকা-আরিচা হাইওয়ের যে পাশে সিঙ্গারের গোডাউনটিতে আগুন লেগেছে সে পাশে পানির উৎস নেই। তাই মহাসড়কের অপর পাশ থেকে পানি নিয়ে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। তাঁদের কাজে যাতে ব্যাঘাত না ঘটে এ কারণে মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের ৩ ঘণ্টা পেরোলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। সাভারসহ আশপাশ থেকে বিভিন্ন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এখন অগ্নিনির্বাপণের চেষ্টা করছে।
এ ব্যাপারে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, সকাল সাড়ে ৮টায় সিঙ্গার কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাই আমরা। এখন ১২টি ইউনিট কাজ করছে। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসবে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। এ পর্যন্ত কোন হতাহতের খবর আমরা পাইনি।
সিঙ্গারের মূল কারখানা থেকে গোডাউনের দূরত্ব প্রায় ৫০০ মিটার। অগ্নিকাণ্ডের পর থেকেই সেখানে শিল্প পুলিশ এবং থানা-পুলিশ রয়েছে। আগুন দেখতে ভিড় করেছে উৎসুক জনতা।
অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠক থেকে তাঁদের আটক করা হয়।
৬ মিনিট আগেসকালের দিকেই লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে হাজির করা হয়। আইনজীবী বারবার লতিফ সিদ্দিকীর পক্ষে মামলা পরিচালনার জন্য গেলেও তিনি জানান, আদালতের প্রতি তাঁর আস্থা নেই। আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই। এ জন্য তিনি ওকালতনামায় স্বাক্ষর করবেন না।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ৬৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী শিক্ষার্থী সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বেশ সাড়াও পাচ্ছেন ঘনিষ্ঠদের। তবে ভোটের পরিবেশ নিয়ে রয়েছে ভয়। এই ব্যাপারে প্রশাসন ও নির্বাচন কমিশনকে তৎপর হওয়া
১ ঘণ্টা আগেবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল সাধুকে গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরার ৪টি রুটে বাস চলাচল বন্ধের পর আবার চালু হয়েছে। আজ শুক্রবার বেলা ১০টা থেকে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন দূর-দুরন্ত থেকে আসা যাত্রীরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে দুপুর থেকে আবারও বাস চলাচল শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে