ঢামেক প্রতিবেদক
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি ভবনের অগ্নিকাণ্ডে মৃত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মরদেহ বুঝে নেন বাবা মো. নজরুল ইসলাম। এর মধ্য দিয়ে নিহত ৪৬ জনের মরদেহ হস্তান্তর করা হলো।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে মরদেহটি হস্তান্তর করেন ঢাকা মেট্রো দক্ষিণের সিআইডি পরিদর্শক মাসুদ পারভেজ।
এ বিষয়ে রমনা থানার পুলিশ উপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ডিএনএ রিপোর্টের সঙ্গে মিলিয়ে নাজমুল ইসলামের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে ৪৬টি মরদেহই স্বজনদের কাছে হস্তান্তর করা হলো।
ঢামেক মর্গে নাজমুলের বাবা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘১২ দিন পর ছেলের মরদেহ পেয়েছি। আমরা প্রথম দিনেই আমার ছেলের মরদেহ শনাক্ত করেছিলাম। অন্য এক পরিবার দাবি করায় ডিএনএ পর্যন্ত গড়ায়। আজকে ডিএনএ নমুনা মিলে যাওয়ায় ছেলের মরদেহ পেলাম।’
অশ্রুসিক্ত তিনি আরও বলেন, ‘এ রকম আর কোনো বাবা যেন তার ছেলেকে না হারায়। যারা ভবনের মালিক বা ব্যবসায়ী আছেন তাদের কাছে আমার অনুরোধ-তারা যেন সাবধান হয়ে যান। ভবিষ্যতে এ রকম ঘটনা যেন আর না ঘটে, সেদিকে লক্ষ্য রাখবেন। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।’
নিহত নাজমুল ইসলামের মামা মো. আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার নলবুনিয়া কান্দি গ্রামে। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় নিজেদের বাড়ি। নাজমুল রামপুরা বনশ্রী-সি ব্লকের ৩ নম্বর রোডে থাকতেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন।
যাত্রাবাড়ীর কাজলায় প্রথম জানাজা নামাজ হবে। সেখান থেকে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে নিয়ে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বলেও জানান তিনি।
আনোয়ার হোসেন আরও জানান, ঘটনার দিন চার বন্ধু মিলে বেইলি রোডের হোটেলে খেতে গিয়েছিলেন। সেখানে আগুন লেগে নাজমুলসহ দুই বন্ধু মারা যায়। বাকি দুই বন্ধু বের হতে পেরেছিলেন।
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি ভবনের অগ্নিকাণ্ডে মৃত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মরদেহ বুঝে নেন বাবা মো. নজরুল ইসলাম। এর মধ্য দিয়ে নিহত ৪৬ জনের মরদেহ হস্তান্তর করা হলো।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে মরদেহটি হস্তান্তর করেন ঢাকা মেট্রো দক্ষিণের সিআইডি পরিদর্শক মাসুদ পারভেজ।
এ বিষয়ে রমনা থানার পুলিশ উপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ডিএনএ রিপোর্টের সঙ্গে মিলিয়ে নাজমুল ইসলামের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে ৪৬টি মরদেহই স্বজনদের কাছে হস্তান্তর করা হলো।
ঢামেক মর্গে নাজমুলের বাবা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘১২ দিন পর ছেলের মরদেহ পেয়েছি। আমরা প্রথম দিনেই আমার ছেলের মরদেহ শনাক্ত করেছিলাম। অন্য এক পরিবার দাবি করায় ডিএনএ পর্যন্ত গড়ায়। আজকে ডিএনএ নমুনা মিলে যাওয়ায় ছেলের মরদেহ পেলাম।’
অশ্রুসিক্ত তিনি আরও বলেন, ‘এ রকম আর কোনো বাবা যেন তার ছেলেকে না হারায়। যারা ভবনের মালিক বা ব্যবসায়ী আছেন তাদের কাছে আমার অনুরোধ-তারা যেন সাবধান হয়ে যান। ভবিষ্যতে এ রকম ঘটনা যেন আর না ঘটে, সেদিকে লক্ষ্য রাখবেন। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।’
নিহত নাজমুল ইসলামের মামা মো. আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার নলবুনিয়া কান্দি গ্রামে। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় নিজেদের বাড়ি। নাজমুল রামপুরা বনশ্রী-সি ব্লকের ৩ নম্বর রোডে থাকতেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন।
যাত্রাবাড়ীর কাজলায় প্রথম জানাজা নামাজ হবে। সেখান থেকে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে নিয়ে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বলেও জানান তিনি।
আনোয়ার হোসেন আরও জানান, ঘটনার দিন চার বন্ধু মিলে বেইলি রোডের হোটেলে খেতে গিয়েছিলেন। সেখানে আগুন লেগে নাজমুলসহ দুই বন্ধু মারা যায়। বাকি দুই বন্ধু বের হতে পেরেছিলেন।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২১ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৬ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩১ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে