নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পদক্ষেপের কারণে স্বর্ণ চোরাচালান অনেক কমে এসেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল। বুধবার রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরের বিএটিসি অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিমানের এমডি বলেন, ‘আমরা চেষ্টা করছি স্বর্ণ চোরাচালান বন্ধ করতে, একদিনে হয়তো বন্ধ করতে পারব না। কিন্তু আমাদের পদক্ষেপে কমে আসছে কিনা, সেটা সবাই মিলে দেখতে পারি।’
স্বর্ণ চোরাচালানের সঙ্গে এয়ারলাইনসের অপারেটরেরা জড়িত রয়েছে উল্লেখ আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘এয়ারলাইনসের অপারেটরেরা কম–বেশি জড়িত আছে স্বর্ণ চোরাকারবারে। এটা অস্বীকার করার সুযোগ নেই।’
আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘তবে বিবেচ্য বিষয়—আগে বড় বড় চালান ধরা পড়ত, এখন দেখা যাচ্ছে ছয়-সাতটায় ধরা পড়ছে সেই পরিমাণ। আগে কেউ স্বর্ণ আমদানি করে নিয়ে আসত না। সরকার স্বর্ণ নীতিমালা করে দেওয়ার পর থেকে এখন বিরাট লাইন দেখা যায় কাস্টমসে। তারপরও সোনার চোরাচালান আসছে।’
বিমানের প্রচেষ্টায় স্বর্ণ চোরাচালান কমে আসছে জানিয়ে বিমানের এমডি বলেন, ‘আমাদের কাজ হচ্ছে, স্বর্ণ চোরাচালানকে যতটা পারা যায় শূন্যের দিকে নিয়ে যাওয়া। সিসি ক্যামেরার এরিয়া বাড়িয়ে দিয়েছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যাতে দেখা যায়। এখানে বেবিচকসহ বিভিন্ন এজেন্সি আছে তারা মনিটর করছে। আমরা নতুন কিছু যন্ত্রপাতি যুক্ত করার চেষ্টা করছি। অবকাঠামোগত কিছু বিষয় চিহ্নিত করছি। তা পরিবর্তনে পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এক বছরে ১৭৮টি বিভাগীয় মামলায় বিমান কর্মীদের শাস্তি নিশ্চিত করা হয়েছে জানিয়ে আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় মামলা হয়েছে ২০২টি। এর মধ্যে শাস্তি নিশ্চিত করা হয়েছে ১৭৮ টিতে। এসব মামলায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ৫২ জনকে। এর মধ্যে ১৩ জন স্বর্ণ চোরাচালানের বিভিন্ন মামলার সঙ্গে জড়িত ছিল। তিনজনকে অপসারণ করা হয়েছে। পদ অবনমিত করা হয়েছে দুজনকে। বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ রাখা হয়েছে ১৫ জনের। অর্থ দণ্ড দেওয়া হয়েছে নয়জনকে। তিরস্কার করা হয়েছে ২৫ জনকে। কঠোর সতর্কীকরণ দেওয়া হয়েছে ৩৪ জনকে।’
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পদক্ষেপের কারণে স্বর্ণ চোরাচালান অনেক কমে এসেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল। বুধবার রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরের বিএটিসি অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিমানের এমডি বলেন, ‘আমরা চেষ্টা করছি স্বর্ণ চোরাচালান বন্ধ করতে, একদিনে হয়তো বন্ধ করতে পারব না। কিন্তু আমাদের পদক্ষেপে কমে আসছে কিনা, সেটা সবাই মিলে দেখতে পারি।’
স্বর্ণ চোরাচালানের সঙ্গে এয়ারলাইনসের অপারেটরেরা জড়িত রয়েছে উল্লেখ আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘এয়ারলাইনসের অপারেটরেরা কম–বেশি জড়িত আছে স্বর্ণ চোরাকারবারে। এটা অস্বীকার করার সুযোগ নেই।’
আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘তবে বিবেচ্য বিষয়—আগে বড় বড় চালান ধরা পড়ত, এখন দেখা যাচ্ছে ছয়-সাতটায় ধরা পড়ছে সেই পরিমাণ। আগে কেউ স্বর্ণ আমদানি করে নিয়ে আসত না। সরকার স্বর্ণ নীতিমালা করে দেওয়ার পর থেকে এখন বিরাট লাইন দেখা যায় কাস্টমসে। তারপরও সোনার চোরাচালান আসছে।’
বিমানের প্রচেষ্টায় স্বর্ণ চোরাচালান কমে আসছে জানিয়ে বিমানের এমডি বলেন, ‘আমাদের কাজ হচ্ছে, স্বর্ণ চোরাচালানকে যতটা পারা যায় শূন্যের দিকে নিয়ে যাওয়া। সিসি ক্যামেরার এরিয়া বাড়িয়ে দিয়েছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যাতে দেখা যায়। এখানে বেবিচকসহ বিভিন্ন এজেন্সি আছে তারা মনিটর করছে। আমরা নতুন কিছু যন্ত্রপাতি যুক্ত করার চেষ্টা করছি। অবকাঠামোগত কিছু বিষয় চিহ্নিত করছি। তা পরিবর্তনে পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এক বছরে ১৭৮টি বিভাগীয় মামলায় বিমান কর্মীদের শাস্তি নিশ্চিত করা হয়েছে জানিয়ে আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় মামলা হয়েছে ২০২টি। এর মধ্যে শাস্তি নিশ্চিত করা হয়েছে ১৭৮ টিতে। এসব মামলায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ৫২ জনকে। এর মধ্যে ১৩ জন স্বর্ণ চোরাচালানের বিভিন্ন মামলার সঙ্গে জড়িত ছিল। তিনজনকে অপসারণ করা হয়েছে। পদ অবনমিত করা হয়েছে দুজনকে। বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ রাখা হয়েছে ১৫ জনের। অর্থ দণ্ড দেওয়া হয়েছে নয়জনকে। তিরস্কার করা হয়েছে ২৫ জনকে। কঠোর সতর্কীকরণ দেওয়া হয়েছে ৩৪ জনকে।’
পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস বাজার এলাকায় র্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতে ঘটনা জানাজানি হয়।
২৭ মিনিট আগেআগামী একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের (ডিপিপি) অনুমোদনের দাবিতে অনির্দিষ্টকালের গণ-অনশনে থাকা ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ শিক্ষার্থীরা গণ অনশন শুরু করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৮ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৯ ঘণ্টা আগে