Ajker Patrika

শিবচরের ১৩ ইউনিয়নে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

প্রতিনিধি
শিবচরের ১৩ ইউনিয়নে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

শিবচর (মাদারীপুর): মাদারীপুর জেলার শিবচরের ১৩টি ইউনিয়নে ‍আজ সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড় দেখা গেছে। পুরুষের পাশাপাশি নারী ভোটার উপস্থিতিও ছিল লক্ষণীয়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৩ জন, ইউপি সদস্য (মেম্বার) পদে ৪১০ জন ও সংরক্ষিত নারী ইউপি সদস্য (মেম্বার) পদে ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৩ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ২৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৯ হাজার ৫৩৮ জন এবং মহিলা ভোটার ৮১ হাজার ৭১৭ জন। ১৩ ইউনিয়নের মধ্যে শুধু কাদিরপুর ইউনিয়নের ৯ কেন্দ্রে ইভিএমএর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ৩৪৭ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ১৭১ জন এবং নারী ৬ হাজার ১৭৬ জন।

মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি রয়েছে। ১১৭ কেন্দ্রে ৪৮৭টি বুথে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনী কাজে নিয়োজিত আছেন ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৯৬০ জন পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২০০ জন আনসার বাহিনীর সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত