Ajker Patrika

অনুরোধের প্রেক্ষিতে জাহাঙ্গীরনগরের চার পদে নতুন দায়িত্ব

জাবি প্রতিনিধি
অনুরোধের প্রেক্ষিতে জাহাঙ্গীরনগরের চার পদে নতুন দায়িত্ব

পুরোনোদের অনুরোধের প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার পদে নতুন দায়িত্ব দিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত চারটি পৃথক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

আদেশ অনুসারে বিজ্ঞান কারখানার ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মো. সালাহউদ্দিনের স্থলে রসায়ন বিভাগের অধ্যাপক ড. সুবর্ণা কর্মকারকে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমানের স্থলে নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হককে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়াও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের  (আইকিউএসি) পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজের পরিবর্তে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমানকে এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক এ এ মামুনের স্থলে রসায়ন বিভাগের অধ্যাপক কৌশিক সাহাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদগুলোতে দায়িত্ব পালন করবেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত