সৌগত বসু, গাজীপুর থেকে
পান-বিড়ি-সিগারেট বিক্রেতা রুস্তুম আলী তাঁর ক্রেতার সঙ্গে ইভিএম নিয়ে আলোচনায় ব্যস্ত। কীভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেবেন তাই নিয়ে দুজনের শলাপরামর্শ চলছিল। একপর্যায়ে ক্রেতা রুস্তুম আলীকে বলেন, ‘তোমার ১০ আঙুলের ছাপ আছে। ওই খান থেকেই ভোট নিয়ে নিবে।’ কিন্তু রুস্তুম আলীর কাছে বিষয়টি একেবারেই নতুন। এর আগে কখনো ইভিএমে ভোট না দেওয়া কিছুতেই তাঁর মাথায় কোনো ধারণা আসছে না।
আগামীকাল বৃহস্পতিবার ১১ লাখ ৭৯ হাজার ৪৮৬ ভোটারের জন্য গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করবে নির্বাচন কমিশন। ৪৮০টি কেন্দ্রের জন্য মোট ৫ হাজার ২৪৬ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ জন্য প্রস্তুত রাখা হয়েছে।
এটি গাজীপুর সিটি নির্বাচনের তৃতীয়বারের মতো মেয়র নির্বাচনের ভোট। প্রার্থীদের প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে গতকাল (মঙ্গলবার) রাত ১২টার পর থেকে। তবে ভোটারদের মধ্যে বিশেষ করে নিম্নবিত্ত ও অশিক্ষিত মানুষের মধ্যে ইভিএম নিয়ে আগ্রহ রয়েছে প্রচুর। নিয়মিত চায়ের আড্ডা বা রাস্তার পাশে দোকানে গল্পে ইভিএমে কীভাবে ভোট দেবে, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা।
রুস্তুম আলী আজকের পত্রিকাকে জানান, তিনি ২০১৩ সালে ভোট দিয়েছেন। ২০১৮ সালেও ভোট দেওয়া রুস্তুম এত দিন শুধু ব্যালট পেপার সম্পর্কে জানেন। এবার ইভিএমে ভোট হবে। তবে কীভাবে ইভিএমে ভোট দিতে হবে তা জানা নেই তাঁর।
দোকানে পান কিনতে আসা ক্রেতা তাঁর পূর্বপরিচিত। তাই তাঁর কাছ থেকে ভোট দেওয়ার পদ্ধতি জেনে নেওয়ার চেষ্টা করছিলেন রুস্তুম। ক্রেতা তাঁকে জানান, ইভিএমে ভোট দেওয়া সহজ। আঙুলের ছাপ দিলেই ভোট হয়। আলাদা করে গুনতে হয় না। নষ্ট হলে আবার নতুন মেশিন দিয়ে দেবে। তবে রুস্তুম কিছুই জানেন না।
শেষ পর্যন্ত রুস্তুম আলীকে বলা হলো ভোট দিতে গেলে ওখানে দায়িত্বে যারা আছেন, তাঁরা তাঁকে শিখিয়ে দেবেন।
রুস্তুম জানান, তাঁর পরিবারের পাঁচজন সদস্য ভোটার। কোনোবারই ভোট দেওয়া থেকে বিরত থাকেন না তাঁরা। পঞ্চাশোর্ধ্ব রুস্তুমের আশা এবারও ভালোভাবে ভোট দিতে পারবেন। একবার ইভিএমে ভোট দিলে পরের বার আর সমস্যা হবে না তাঁর।
রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানিয়েছেন, প্রতিটা কেন্দ্রে প্রয়োজনের দেড়গুণ ইভিএম থাকবে। যেকোনো সময় সমস্যা হলে সেটা সরবরাহ করা হবে।
আগামীকাল নির্বাচনে মেয়র পদে আটজন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৪৯৭টি ভোটকক্ষে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।
পান-বিড়ি-সিগারেট বিক্রেতা রুস্তুম আলী তাঁর ক্রেতার সঙ্গে ইভিএম নিয়ে আলোচনায় ব্যস্ত। কীভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেবেন তাই নিয়ে দুজনের শলাপরামর্শ চলছিল। একপর্যায়ে ক্রেতা রুস্তুম আলীকে বলেন, ‘তোমার ১০ আঙুলের ছাপ আছে। ওই খান থেকেই ভোট নিয়ে নিবে।’ কিন্তু রুস্তুম আলীর কাছে বিষয়টি একেবারেই নতুন। এর আগে কখনো ইভিএমে ভোট না দেওয়া কিছুতেই তাঁর মাথায় কোনো ধারণা আসছে না।
আগামীকাল বৃহস্পতিবার ১১ লাখ ৭৯ হাজার ৪৮৬ ভোটারের জন্য গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করবে নির্বাচন কমিশন। ৪৮০টি কেন্দ্রের জন্য মোট ৫ হাজার ২৪৬ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ জন্য প্রস্তুত রাখা হয়েছে।
এটি গাজীপুর সিটি নির্বাচনের তৃতীয়বারের মতো মেয়র নির্বাচনের ভোট। প্রার্থীদের প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে গতকাল (মঙ্গলবার) রাত ১২টার পর থেকে। তবে ভোটারদের মধ্যে বিশেষ করে নিম্নবিত্ত ও অশিক্ষিত মানুষের মধ্যে ইভিএম নিয়ে আগ্রহ রয়েছে প্রচুর। নিয়মিত চায়ের আড্ডা বা রাস্তার পাশে দোকানে গল্পে ইভিএমে কীভাবে ভোট দেবে, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা।
রুস্তুম আলী আজকের পত্রিকাকে জানান, তিনি ২০১৩ সালে ভোট দিয়েছেন। ২০১৮ সালেও ভোট দেওয়া রুস্তুম এত দিন শুধু ব্যালট পেপার সম্পর্কে জানেন। এবার ইভিএমে ভোট হবে। তবে কীভাবে ইভিএমে ভোট দিতে হবে তা জানা নেই তাঁর।
দোকানে পান কিনতে আসা ক্রেতা তাঁর পূর্বপরিচিত। তাই তাঁর কাছ থেকে ভোট দেওয়ার পদ্ধতি জেনে নেওয়ার চেষ্টা করছিলেন রুস্তুম। ক্রেতা তাঁকে জানান, ইভিএমে ভোট দেওয়া সহজ। আঙুলের ছাপ দিলেই ভোট হয়। আলাদা করে গুনতে হয় না। নষ্ট হলে আবার নতুন মেশিন দিয়ে দেবে। তবে রুস্তুম কিছুই জানেন না।
শেষ পর্যন্ত রুস্তুম আলীকে বলা হলো ভোট দিতে গেলে ওখানে দায়িত্বে যারা আছেন, তাঁরা তাঁকে শিখিয়ে দেবেন।
রুস্তুম জানান, তাঁর পরিবারের পাঁচজন সদস্য ভোটার। কোনোবারই ভোট দেওয়া থেকে বিরত থাকেন না তাঁরা। পঞ্চাশোর্ধ্ব রুস্তুমের আশা এবারও ভালোভাবে ভোট দিতে পারবেন। একবার ইভিএমে ভোট দিলে পরের বার আর সমস্যা হবে না তাঁর।
রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানিয়েছেন, প্রতিটা কেন্দ্রে প্রয়োজনের দেড়গুণ ইভিএম থাকবে। যেকোনো সময় সমস্যা হলে সেটা সরবরাহ করা হবে।
আগামীকাল নির্বাচনে মেয়র পদে আটজন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৪৯৭টি ভোটকক্ষে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে