Ajker Patrika

সুপ্রিম কোর্টে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কমিটি গঠন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৭: ১৬
সুপ্রিম কোর্টে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কমিটি গঠন 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অনিয়ম–দুর্নীতির অভিযোগের প্রাথমিক অনুসন্ধান করতে কমিটি গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশে আজ বৃহস্পতিবার এই কমিটি গঠন করা হয়।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) মো. আবদুর রহমান ও ডেপুটি রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মো. মিজানুর রহমানের সমন্বয়ে এই কমিটি করা হয়। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গত ২ জানুয়ারি অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে নতুন প্রধান বিচারপতিকে সংবর্ধনা জানানো হয়। ওই সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছিলেন, বিচার বিভাগে কোনো দুষ্ট ক্ষতকে আমরা ন্যূনতম প্রশ্রয় দেব না। আঙুলে ক্যানসার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত