প্রতিনিধি, গাজীপুর
গাজীপুর বাইমাইল এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. মুকুট মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানা-পুলিশ। আজ মঙ্গলবার কিশোরীর মা বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত মুকুট মিয়া কুড়িগ্রাম জেলার সাদুয়া মারহাট এলাকার মো. রওশন আলীর ছেলে। তিনি মহানগরীর কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালান। তাঁর স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছেন।
জানা যায়, ওই কিশোরী মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় বাবা মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বাবা এবং মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করার কারণে দিনের বেলায় কিশোরী বাসায় একা থাকত। গ্রেপ্তারকৃত মুকুট মিয়াও তাঁদের পাশাপাশি ঘরে ভাড়া থাকেন। এ সুযোগে মুকুট মিয়া কিশোরীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। এ ঘটনা জেনে কিশোরীর পরিবার বাড়িওয়ালার কাছে নালিশ জানায় এবং বাড়িওয়ালা অভিযুক্তকে সাবধান করে বাড়ি থেকে বের করে দেয়। পরবর্তীতে মুকুট মিয়া স্থানীয় কাদের মার্কেটে এলাকায় বাসা ভাড়া নিয়ে চলে যান। তারপরেও সে ওই কিশোরীর সঙ্গে বিভিন্ন সময় মোবাইল ফোনে যোগাযোগ করত। পরবর্তীতে গত ৫ জুলাই মুকুট মিয়ার স্ত্রী বাসায় না থাকায় ওই কিশোরীকে বাড়িতে নিয়ে আসে এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই কিশোরী বিষয়টি তাঁর পরিবারকে জানায়। কিশোরীর পরিবার নিরুপায় হয়ে মুকুট মিয়াকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু বিয়েতে সে রাজি না হলে স্থানীয়দের সহায়তায় আজ সকালে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
জিএমপি কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার শুভাষ ধর বিষয়টি নিশিত করে বলেন, মামলার পরে মুকুট মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরেই তাঁকে আদালতে হাজির করে পুলিশ। সেখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামীমা খাতুনের আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।
সহকারী পুলিশ কমিশনার আরও বলেন, গ্রেপ্তারকৃত মুকুট মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরদিকে, আদালতে ২২ ধারায় ওই কিশোরীর জবানবন্দি লিপিবদ্ধ করা হয়।
গাজীপুর বাইমাইল এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. মুকুট মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানা-পুলিশ। আজ মঙ্গলবার কিশোরীর মা বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত মুকুট মিয়া কুড়িগ্রাম জেলার সাদুয়া মারহাট এলাকার মো. রওশন আলীর ছেলে। তিনি মহানগরীর কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালান। তাঁর স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছেন।
জানা যায়, ওই কিশোরী মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় বাবা মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বাবা এবং মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করার কারণে দিনের বেলায় কিশোরী বাসায় একা থাকত। গ্রেপ্তারকৃত মুকুট মিয়াও তাঁদের পাশাপাশি ঘরে ভাড়া থাকেন। এ সুযোগে মুকুট মিয়া কিশোরীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। এ ঘটনা জেনে কিশোরীর পরিবার বাড়িওয়ালার কাছে নালিশ জানায় এবং বাড়িওয়ালা অভিযুক্তকে সাবধান করে বাড়ি থেকে বের করে দেয়। পরবর্তীতে মুকুট মিয়া স্থানীয় কাদের মার্কেটে এলাকায় বাসা ভাড়া নিয়ে চলে যান। তারপরেও সে ওই কিশোরীর সঙ্গে বিভিন্ন সময় মোবাইল ফোনে যোগাযোগ করত। পরবর্তীতে গত ৫ জুলাই মুকুট মিয়ার স্ত্রী বাসায় না থাকায় ওই কিশোরীকে বাড়িতে নিয়ে আসে এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই কিশোরী বিষয়টি তাঁর পরিবারকে জানায়। কিশোরীর পরিবার নিরুপায় হয়ে মুকুট মিয়াকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু বিয়েতে সে রাজি না হলে স্থানীয়দের সহায়তায় আজ সকালে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
জিএমপি কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার শুভাষ ধর বিষয়টি নিশিত করে বলেন, মামলার পরে মুকুট মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরেই তাঁকে আদালতে হাজির করে পুলিশ। সেখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামীমা খাতুনের আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।
সহকারী পুলিশ কমিশনার আরও বলেন, গ্রেপ্তারকৃত মুকুট মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরদিকে, আদালতে ২২ ধারায় ওই কিশোরীর জবানবন্দি লিপিবদ্ধ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১১ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে