নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেনকে তলব করেছেন হাইকোর্ট। যৌতুক আইনের মামলায় স্থগিতাদেশ থাকার পরও আসামিকে হাজির হতে নির্দেশ দেওয়ায় তাকে তলব করা হয়। আগামী ১০ মার্চ তাকে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ সোমবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবী ও মামলার বর্ণনা মতে, স্ত্রীর করা যৌতুক মামলার আসামি আব্দুল ওয়াদুদ আকন্দ বর্তমানে ভারতের দিল্লি হাইকমিশনে কাউন্সিলর হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়ি ময়মনসিংহ। আর স্ত্রী জারিন রাফা নীলন্তির বাড়ি কিশোরগঞ্জে।
পারিবারিকভাবে তাদের বিয়ে হয় ২০১৯ সালের ১৭ এপ্রিল। এই দম্পতির ৪ বছরের একটি মেয়ে রয়েছে। তবে বনিবনা না হওয়ায় গত বছরের ১৪ মে তালাকের নোটিশ পাঠান। তালাকের নোটিশের পর গত বছরের ৬ আগস্ট মাদারীপুর আদালতে মামলা করেন স্ত্রী। যাতে মোবাইল ফোনে ৫ কাঠার প্লট ও ৪০ লাখ টাকা যৌতুক দাবি করার অভিযোগ আনা হয়।
স্ত্রীর করা যৌতুক মামলায় গত বছরের ২৪ আগস্ট মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেনের আদালতে আব্দুল ওয়াদুদ হাজির হয়ে জামিন চাইলে নাকচ হয়। পরে একইদিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে আবেদন করলে তিনি জামিন দেন। পরবর্তীতে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন ওয়াদুদ। তাতে ৪ সেপ্টেম্বর মামলার কার্যক্রম ছয়মাস স্থগিত করে রুল জারি করা হয়।
এ দিকে হাইকোর্টে মামলার কার্যক্রম স্থগিত থাকাবস্থায় মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেনের আদালতে জামিন বাতিল চেয়ে আবেদন করে বাদীপক্ষ। আলমগীর হোসেন গত বছরের ১৪ সেপ্টেম্বর এক আদেশে আসামি ওয়াদুদকে হাজিরের নির্দেশ দেন।
পরে বিষয়টি হাইকোর্টের নজরে আনেন ওয়াদুদের আইনজীবী। হাইকোর্ট শুনানি শেষে যৌতুক মামলার কার্যক্রম আরও ছয়মাস স্থগিত করেন। একইসঙ্গে স্থগিত করেন ওয়াদুদকে হাজির হতে আলমগীর হোসেনের আদেশও। এ ছাড়া ওই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন আদালত।
আব্দুল ওয়াদুদ আকন্দের আইনজীবী সগীর হোসেন লিওন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেনকে আগামী ১০ মার্চ হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেনকে তলব করেছেন হাইকোর্ট। যৌতুক আইনের মামলায় স্থগিতাদেশ থাকার পরও আসামিকে হাজির হতে নির্দেশ দেওয়ায় তাকে তলব করা হয়। আগামী ১০ মার্চ তাকে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ সোমবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবী ও মামলার বর্ণনা মতে, স্ত্রীর করা যৌতুক মামলার আসামি আব্দুল ওয়াদুদ আকন্দ বর্তমানে ভারতের দিল্লি হাইকমিশনে কাউন্সিলর হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়ি ময়মনসিংহ। আর স্ত্রী জারিন রাফা নীলন্তির বাড়ি কিশোরগঞ্জে।
পারিবারিকভাবে তাদের বিয়ে হয় ২০১৯ সালের ১৭ এপ্রিল। এই দম্পতির ৪ বছরের একটি মেয়ে রয়েছে। তবে বনিবনা না হওয়ায় গত বছরের ১৪ মে তালাকের নোটিশ পাঠান। তালাকের নোটিশের পর গত বছরের ৬ আগস্ট মাদারীপুর আদালতে মামলা করেন স্ত্রী। যাতে মোবাইল ফোনে ৫ কাঠার প্লট ও ৪০ লাখ টাকা যৌতুক দাবি করার অভিযোগ আনা হয়।
স্ত্রীর করা যৌতুক মামলায় গত বছরের ২৪ আগস্ট মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেনের আদালতে আব্দুল ওয়াদুদ হাজির হয়ে জামিন চাইলে নাকচ হয়। পরে একইদিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে আবেদন করলে তিনি জামিন দেন। পরবর্তীতে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন ওয়াদুদ। তাতে ৪ সেপ্টেম্বর মামলার কার্যক্রম ছয়মাস স্থগিত করে রুল জারি করা হয়।
এ দিকে হাইকোর্টে মামলার কার্যক্রম স্থগিত থাকাবস্থায় মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেনের আদালতে জামিন বাতিল চেয়ে আবেদন করে বাদীপক্ষ। আলমগীর হোসেন গত বছরের ১৪ সেপ্টেম্বর এক আদেশে আসামি ওয়াদুদকে হাজিরের নির্দেশ দেন।
পরে বিষয়টি হাইকোর্টের নজরে আনেন ওয়াদুদের আইনজীবী। হাইকোর্ট শুনানি শেষে যৌতুক মামলার কার্যক্রম আরও ছয়মাস স্থগিত করেন। একইসঙ্গে স্থগিত করেন ওয়াদুদকে হাজির হতে আলমগীর হোসেনের আদেশও। এ ছাড়া ওই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন আদালত।
আব্দুল ওয়াদুদ আকন্দের আইনজীবী সগীর হোসেন লিওন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেনকে আগামী ১০ মার্চ হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১০ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
১৮ মিনিট আগেভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
২৩ মিনিট আগেসিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে পথরগুলো উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগে