জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষক নিয়োগে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার দাবিতে শুরু হচ্ছে গণস্বাক্ষর কর্মসূচি। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র অধিকার পরিষদের জবি শাখা (নূর)।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জবি ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আহাদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক রিয়াদ হাসান এবং অর্থ সম্পাদক মো. নুহীন ফিল আল-আমিন।
সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯ বছরের পথচলায় বাংলাদেশের উচ্চশিক্ষার অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাঁদের মেধা, পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখানকার শিক্ষার্থীরা সেভাবে প্রাধান্য পাচ্ছেন না।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে মাত্র ৬১ জন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। যেখানে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষকের সংখ্যা ৬৯৫ জন। অর্থাৎ জবি শিক্ষার্থীদের মধ্য থেকে জবিতে শিক্ষক নিয়োগ ১০ শতাংশের কম। অপরদিকে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে অধিক সুযোগ পেয়েছেন, তাঁদের অধিকাংশই ঢাবির ছাত্রনেতা। ৫৫০ থেকে ৫৫৬ জন শিক্ষক (প্রায় ৮০ শতাংশ) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা। অর্থাৎ শিক্ষক নিয়োগে জবিকে একপ্রকার ঢাবির কলোনির মতো ব্যবহার করা হয়েছে। এর ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে একটি দুর্বল সম্পর্ক তৈরি হয়েছে, যা আমাদের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সামগ্রিক মান উন্নয়নে বাধা সৃষ্টি করছে।
আমরা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দিতে হবে। আমাদের বিশ্বাস, জবি থেকে ভিসি ও ট্রেজারার নিয়োগের ফলে জবির উন্নতি যেমন দৃশ্যমান, তেমনি জবির শিক্ষার্থীদের শিক্ষক নিয়োগে প্রাধান্যের নীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ঐতিহ্য সংরক্ষণ করা সম্ভব হবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে একটি মজবুত সম্পর্ক গড়ে উঠবে।
তাঁরা আরও জানান, আগামীকাল থেকে এই দাবির পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সমর্থন কামনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শিক্ষক নিয়োগ নীতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষক নিয়োগে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার দাবিতে শুরু হচ্ছে গণস্বাক্ষর কর্মসূচি। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র অধিকার পরিষদের জবি শাখা (নূর)।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জবি ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আহাদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক রিয়াদ হাসান এবং অর্থ সম্পাদক মো. নুহীন ফিল আল-আমিন।
সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯ বছরের পথচলায় বাংলাদেশের উচ্চশিক্ষার অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাঁদের মেধা, পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখানকার শিক্ষার্থীরা সেভাবে প্রাধান্য পাচ্ছেন না।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে মাত্র ৬১ জন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। যেখানে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষকের সংখ্যা ৬৯৫ জন। অর্থাৎ জবি শিক্ষার্থীদের মধ্য থেকে জবিতে শিক্ষক নিয়োগ ১০ শতাংশের কম। অপরদিকে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে অধিক সুযোগ পেয়েছেন, তাঁদের অধিকাংশই ঢাবির ছাত্রনেতা। ৫৫০ থেকে ৫৫৬ জন শিক্ষক (প্রায় ৮০ শতাংশ) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা। অর্থাৎ শিক্ষক নিয়োগে জবিকে একপ্রকার ঢাবির কলোনির মতো ব্যবহার করা হয়েছে। এর ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে একটি দুর্বল সম্পর্ক তৈরি হয়েছে, যা আমাদের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সামগ্রিক মান উন্নয়নে বাধা সৃষ্টি করছে।
আমরা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দিতে হবে। আমাদের বিশ্বাস, জবি থেকে ভিসি ও ট্রেজারার নিয়োগের ফলে জবির উন্নতি যেমন দৃশ্যমান, তেমনি জবির শিক্ষার্থীদের শিক্ষক নিয়োগে প্রাধান্যের নীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ঐতিহ্য সংরক্ষণ করা সম্ভব হবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে একটি মজবুত সম্পর্ক গড়ে উঠবে।
তাঁরা আরও জানান, আগামীকাল থেকে এই দাবির পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সমর্থন কামনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শিক্ষক নিয়োগ নীতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
৩ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে