Ajker Patrika

খিলগাঁওয়ে টিনের চালা মেরামতের সময় চারতলা থেকে পড়ে যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
খিলগাঁওয়ে টিনের চালা মেরামতের সময় চারতলা থেকে পড়ে যুবক নিহত

রাজধানীর খিলগাঁওয়ে চারতলা ভবন থেকে পড়ে মাহমুদ পারভেজ (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার (৩ মে) সকাল ৯টার দিকে পূর্ব গোড়ান ১০ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। 

আহত অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তিনি মারা যায়। 

মাহমুদ পারভেজের ভগ্নিপতি মো. শাহ আলম জানান, তাঁদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। বর্তমানে পূর্ব গোড়ান ১০ নম্বর রোডের ওই বাসার চারতলায় বাবা হাবিবুর রহমানকে নিয়ে ভাড়া থাকতেন। পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। 

শাহ আলম বলেন, ‘বাসার ছাদের এক পাশে টিনের চালা। গতকাল বৃহস্পতিবার রাতে বৃষ্টির পানি টিনের চালা দিয়ে পরে। সকালে সেই টিন মেরামত করতে টিনের চালার ওপরে ওঠেন পারভেজ। সেখান থেকেই পা পিছলে নিচে পড়ে যান।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ওই ব্যক্তিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করে স্বজনেরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত