Ajker Patrika

গোপালগঞ্জে বাস ও পিকআপের সংঘর্ষ, নিহত ২ 

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১০: ৫৫
গোপালগঞ্জে বাস ও পিকআপের সংঘর্ষ, নিহত ২ 

গোপালগঞ্জে পিকআপ ও বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই চালকসহ পিকআপে থাকা দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে বাসের পাঁচজন যাত্রী। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের ফজল আলীর ছেলে পিকআপচালক শফিক (২৫) এবং একই এলাকার মৃত মোসলেম শেখের ছেলে মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪৫)।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক মো. শরিফুল ইসলাম বলেন, রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকাগামী মাছভর্তি একটি পিকআপ এবং চট্টগ্রাম থেকে খুলনাগামী জিএস পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই পিকআপের দুজন নিহত হন।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত