Ajker Patrika

পেটের ভেতর ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
পেটের ভেতর ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর উত্তরখানে পেটের ভেতর সু-কৌশলে লুকিয়ে রাখা এক হাজার পিস ইয়াবাসহ মোশারফ হোসেন (৪৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরখানের হেলাল মার্কেট থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ী হলেন, যশোরের বেনাপোল উপজেলার বারোহুতা গ্রামের আজিজুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের গাছা উপজেলার বটতলার এলাকার হাজী সেলিমের বাড়িত থাকেন।

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, হেলাল মার্কেট থেকে মাদক ব্যবসায়ী মোশারফ হোসেনকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে এএসআই নাজমুল হাসান। পরে তাঁর বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এএসআই নাজমুল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মোশারফকে আটকের পর তাকে ইয়াবার বিষয়ে জিজ্ঞাসা করলে প্রথমে অস্বীকার করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার রেক্টামে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে তাকে বিভিন্ন খাবার খাওয়ালে সে আস্তে আস্তে এসব ইয়াবা রেক্টাম থেকে বের করে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত