উত্তরা (ঢাকা) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে হামলার ঘটনায় রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গী থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গ্রেপ্তাররা হলেন—রিপন মিয়া (২২), রমজান হোসেন (২২), মো. আইমান (১৮), আসিফ দেওয়ান (২০) ও আরমান চৌধুরী (১৮)।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. পারভেজ রানা এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে দুটি চাকু, তিনটি খুর, একটি মোবাইল ও নগদ ১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১ এর সিনিয়র এএসপি পারভেজ রানা বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেনটি বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায়। একপর্যায়ে ট্রেনটি থেমে যায়। তখন হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাইরে থেকে দুর্বৃত্তরা ঢিল ছুড়তে থাকে। এতে কয়েকজন যাত্রী আহত হয় এবং অনেকেই আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন।
একপর্যায়ে যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তাঁদের ছুরিকাঘাতে ট্রেনের স্টুয়ার্ডসহ কয়েকজন যাত্রী আহত হয়। এ ঘটনায় পর দিন শুক্রবার কর্ণফুলী কমিউটার ট্রেনের স্টুয়ার্ড বাদী হয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা করেন।
তিনি বলেন, এ ঘটনায় সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র চাকু, খুর ও একটি মোবাইলসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে হামলার ঘটনায় রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গী থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গ্রেপ্তাররা হলেন—রিপন মিয়া (২২), রমজান হোসেন (২২), মো. আইমান (১৮), আসিফ দেওয়ান (২০) ও আরমান চৌধুরী (১৮)।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. পারভেজ রানা এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে দুটি চাকু, তিনটি খুর, একটি মোবাইল ও নগদ ১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১ এর সিনিয়র এএসপি পারভেজ রানা বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেনটি বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায়। একপর্যায়ে ট্রেনটি থেমে যায়। তখন হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাইরে থেকে দুর্বৃত্তরা ঢিল ছুড়তে থাকে। এতে কয়েকজন যাত্রী আহত হয় এবং অনেকেই আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন।
একপর্যায়ে যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তাঁদের ছুরিকাঘাতে ট্রেনের স্টুয়ার্ডসহ কয়েকজন যাত্রী আহত হয়। এ ঘটনায় পর দিন শুক্রবার কর্ণফুলী কমিউটার ট্রেনের স্টুয়ার্ড বাদী হয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা করেন।
তিনি বলেন, এ ঘটনায় সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র চাকু, খুর ও একটি মোবাইলসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে এসে মো. হাসিম নামের এক যুবক অপহরণের শিকার হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে ছেলে অপহরণের বিষয়টি জানান হাসিমের বাবা নুর হোসেন। অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন বলে তিনি জানান।
১৪ মিনিট আগেএক দিনের মাথায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইউএনও মোহাম্মদ রবিন মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে
৩২ মিনিট আগেবরিশালের বাবুগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র দুর্গাসাগর দিঘিতে অশ্লীলতা রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে তিন যুগলকে আটক করা হয়। পরে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
৩৪ মিনিট আগেবাকলিয়ায় প্রাইভেট কারে জোড়া খুনের ঘটনার মামলায় কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু বক্কর সিদ্দিক এই আদেশ দেন।
৩৬ মিনিট আগে