নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের জন্য বিজনেস ইংলিশ কোর্স শুরু হয়েছে। আজ রোববার থেকে দুই দিনব্যাপী এই বিজনেস ইংলিশ কোর্স শুরু হয়েছে। ইউজিসি আয়োজিত বিজনেস ইংলিশ কোর্সের উদ্বোধন করেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলমগীর বলেন, ইংরেজির গুরুত্ব বিবেচনায় প্রাথমিক স্তর থেকে বাংলাদেশে ইংরেজি ভাষা শেখানো হয়। ইংরেজি ভাষার জ্ঞান ও দক্ষতা থাকলে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকরভাবে যোগাযোগ করা যায়। উচ্চশিক্ষা বিষয়ে ইউজিসিকে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রায়ই যোগাযোগ করতে হয়। ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানো গেলে ইউজিসির কর্মকর্তারা বিদেশি এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সফলভাবে যোগাযোগ করতে সক্ষম হবেন।
অধ্যাপক আলমগীর বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিল নানাবিধ সহযোগিতা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় ইউজিসির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিজনেস ইংলিশ কোর্সের আয়োজন করা হয়েছে। আশা করি, ইউজিসিতে কর্মরতদের জন্য ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ইংলিশ কোর্স খুবই ফলপ্রসূ হবে। ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং সঠিকভাবে ইংলিশে যোগাযোগ করতে এটি সাহায্য করবে।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, বিজনেস ইংলিশ কোর্স থেকে ইউজিসির কর্মকর্তারা বিদেশি ভাষা হিসেবে ইংলিশে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন।
এই প্রশিক্ষণ কোর্স ইউজিসির দক্ষ জনবল তৈরিতে ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ছাড়া বিজনেস ইংলিশ কোর্স আয়োজনে সহায়তা প্রদানের জন্য তিনি ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে এবং ইউজিসির সিনিয়র সহকারী সচিব মো. মামুনের সঞ্চালনায় কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে কমিশনের ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ও ট্রেনিং বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও ব্রিটিশ কাউন্সিলের প্রজেক্ট ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বক্তব্য দেন। প্রশিক্ষণে ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের জন্য বিজনেস ইংলিশ কোর্স শুরু হয়েছে। আজ রোববার থেকে দুই দিনব্যাপী এই বিজনেস ইংলিশ কোর্স শুরু হয়েছে। ইউজিসি আয়োজিত বিজনেস ইংলিশ কোর্সের উদ্বোধন করেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলমগীর বলেন, ইংরেজির গুরুত্ব বিবেচনায় প্রাথমিক স্তর থেকে বাংলাদেশে ইংরেজি ভাষা শেখানো হয়। ইংরেজি ভাষার জ্ঞান ও দক্ষতা থাকলে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকরভাবে যোগাযোগ করা যায়। উচ্চশিক্ষা বিষয়ে ইউজিসিকে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রায়ই যোগাযোগ করতে হয়। ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানো গেলে ইউজিসির কর্মকর্তারা বিদেশি এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সফলভাবে যোগাযোগ করতে সক্ষম হবেন।
অধ্যাপক আলমগীর বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিল নানাবিধ সহযোগিতা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় ইউজিসির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিজনেস ইংলিশ কোর্সের আয়োজন করা হয়েছে। আশা করি, ইউজিসিতে কর্মরতদের জন্য ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ইংলিশ কোর্স খুবই ফলপ্রসূ হবে। ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং সঠিকভাবে ইংলিশে যোগাযোগ করতে এটি সাহায্য করবে।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, বিজনেস ইংলিশ কোর্স থেকে ইউজিসির কর্মকর্তারা বিদেশি ভাষা হিসেবে ইংলিশে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন।
এই প্রশিক্ষণ কোর্স ইউজিসির দক্ষ জনবল তৈরিতে ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ছাড়া বিজনেস ইংলিশ কোর্স আয়োজনে সহায়তা প্রদানের জন্য তিনি ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে এবং ইউজিসির সিনিয়র সহকারী সচিব মো. মামুনের সঞ্চালনায় কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে কমিশনের ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ও ট্রেনিং বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও ব্রিটিশ কাউন্সিলের প্রজেক্ট ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বক্তব্য দেন। প্রশিক্ষণে ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
চাঁদপুরের শাহরাস্তিতে একটি কালভার্ট নির্মাণ না করেই অর্ধকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এর সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের যোগসাজশ থাকারও অভিযোগ রয়েছে। জেলা প্রশাসন বলছে, অর্থ লোপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
১ মিনিট আগেবন্দরে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে সামছুল হক (৩৬) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার স্বল্পেরচক এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সবুজ (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ।
২৯ মিনিট আগেকর্তৃপক্ষের অনুমতি ছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে কোনো সাংবাদিক প্রবেশ করতে পারবেন না বলে জারি করা নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছেন পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম। তবে দুই চিঠিই ইস্যু করার তারিখ লেখা রয়েছে ৯ আগস্ট। নির্দেশনা জারির বিষয়টি গতকাল শনিবার এবং প্রত্যাহারের বিষয়টি আজ রোববার...
১ ঘণ্টা আগেমানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনাসদস্যদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। রোববার (১২ অক্টোবর) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন তাঁরা। বাগছাস জাবি শাখার
১ ঘণ্টা আগে