Ajker Patrika

তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

তুরাগের দিয়াবাড়ির মেট্রোরেল সংলগ্ন এলাকায় আজ রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা একজন আরোহীও আহত হয়েছেন। তার নাম মো. সিফাত (২৪)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া মো. মাসুম বলেন, ‘আমি ও সিফাত বিমানবন্দরের থার্ড টার্মিনালে কাজ করি। সাভার থেকে মোটরসাইকেলে করে বিমানবন্দরে যাওয়ার পথে দিয়াবাড়ি এলাকায় একজন পথচারী সামনে দিয়ে দৌড় দেয়। পরে তার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় আমরাও দুইজন বাইক থেকে ছিটকে পড়ি।’

তিনি আরও বলেন, ‘পরে আহত অবস্থায় প্রথমে পথচারীকে ও পরে সিফাতকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পথচারীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘বিষয়টি তুরাগ থানা পুলিশকে জানানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিচয় এখনো আমরা জানতে পারিনি। ঢামেকে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত