Ajker Patrika

ইউজিসির সদস্য হলেন ঢাবির সাবেক অধ্যাপক হাসিনা খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩: ০৪
ইউজিসির সদস্য হলেন ঢাবির সাবেক অধ্যাপক হাসিনা খান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসিনা খান। 

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়। 

চার শর্তে এ নিয়োগ দেওয়া হয় বলে প্রজ্ঞাপনে বলা হয়। এগুলো হলো, নিয়োগের মেয়াদ চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। অবসর অব্যাহতির পূর্ব পদে থাকাকালীন যে বেতন ভাতা পেতেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে একই বেতন ভাতা পাবেন। কমিশনের সদস্য হিসেবে তিনি প্রচলিত সুযোগ সুবিধা পাবেন। এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত