নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রিন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘ইনডোর গেমস ফেস্টিভ্যাল-২০২৩’। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তারা এতে অংশ নেন।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ এই খেলার উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় দাবা, টেবিল টেনিস, ক্যারমসহ মোট চারটি খেলায় ৩২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এতে চ্যাম্পিয়ন ও রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন বিভিন্ন বিভাগের ৬২ জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা।
অনুষ্ঠানের সমাপনীতে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, শুধু একাডেমিক ক্ষেত্রে পারদর্শী হলে চলবে না, জীবনের অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে যেতে হবে। এর মধ্যে খেলাধুলা অন্যতম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, স্পোর্টসের নীতি হলো সুস্থ প্রতিযোগিতা। এখানে জয়-পরাজয় কখনো সম্পর্ক নষ্ট করে না, বরং খেলা শেষে মনের বন্ধন আরও শক্ত ও সুদৃঢ় করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. আফজাল হোসেন খান, স্পোর্টস ক্লাব মডারেটর আবু নাঈম মিয়াজী প্রমুখ।
গ্রিন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘ইনডোর গেমস ফেস্টিভ্যাল-২০২৩’। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তারা এতে অংশ নেন।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ এই খেলার উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় দাবা, টেবিল টেনিস, ক্যারমসহ মোট চারটি খেলায় ৩২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এতে চ্যাম্পিয়ন ও রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন বিভিন্ন বিভাগের ৬২ জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা।
অনুষ্ঠানের সমাপনীতে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, শুধু একাডেমিক ক্ষেত্রে পারদর্শী হলে চলবে না, জীবনের অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে যেতে হবে। এর মধ্যে খেলাধুলা অন্যতম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, স্পোর্টসের নীতি হলো সুস্থ প্রতিযোগিতা। এখানে জয়-পরাজয় কখনো সম্পর্ক নষ্ট করে না, বরং খেলা শেষে মনের বন্ধন আরও শক্ত ও সুদৃঢ় করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. আফজাল হোসেন খান, স্পোর্টস ক্লাব মডারেটর আবু নাঈম মিয়াজী প্রমুখ।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৫ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১১ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৬ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৯ মিনিট আগে